আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:১৩

আলীগঞ্জে আইবিসি’র শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ২৩ জুলাই, ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরের প্রেক্ষিতে পোষাক শিল্পের শ্রমিকদের নিন্মতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে শ্রমিক সমাবেশ করেছে ইন্ডাস্ট্রিআল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি। গতকাল শনিবার বিকেলে আলীগঞ্জ লেবার হলে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কাউন্সিল নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মো: শাহাদাৎ হোসেন সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আমিরুল হক আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ। আইবিসি নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এইচ রবিউল চৌধুরীর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিআল বাংলাদেশ কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সিনিয়র সহসভাপতি এডভোকেট সুমন মিয়া, সহসভাপতি ফরিদা ইয়াসমিন, সহ সাধারণ সম্পাদক মো রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক মো ইব্রাহীম খলিল, নারী সম্পাদক জোসনা বেগম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো কামাল সিদ্দিকী ও সদস্য আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন আইবিসির কেন্দ্রীয় নেতা রুহুল আমিন, শহীদুল্লাহ বাদল, নুরুল ইসলাম, মীর আবুল কালাম আজাদ, চায়না রহমান, তাহমিনা রহমান ও কায়সারুন্নবী রুবেল। বক্তারা বলেন, বৈশ্বিক মন্দার দোহাই দিয়ে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর দাম, গাড়িভাড়া, বাড়িভাড়া বৃদ্ধি করে চলেছে। এমনকি রাষ্টীয়ভাবে গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে। যার ফলে দেশের ৪০ লাখ গার্মেন্টস শ্রমিক সহ ৭ কোটি শ্রমজীবী মানুষ আজ চরম বিপদগ্রস্ত। গার্মেন্টস শিল্প সেক্টরে সর্বশেষ ২০১৮ সালের ১ লা ডিসেম্বর নিন্মতম মজুরি ঘোষণা করা হয়েছিল। যা ৫ বছর আগে, কিন্তু ২০১৮ সালের মজুরি ঘোষণার পরপরই দ্রব্যমূল্য এবং পোশাক রপ্তানি দুটোই বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ শ্রম আইনের (ক) ধারা অনুযায়ী বিশেষ পারিপার্শ্বিক অবস্থায় নতুন করে মজুরি কাঠামো ঘোষণা করার বিধান আছে। কিন্তু এদেশের শ্রম আইনও যেনো মালিকদের সুবিধার জন্য প্রয়োগ করা হয়। ৫ বছর পর আবারো মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তাই ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য নিন্মতম মজুরি তেইশ হাজার টাকা ঘোষণা করার দাবি জানান। বক্তারা আরও বলেন, দেশে সরকারি কর্মচারী, ডাক্তার, শিক্ষক, সাংবাদিকগণ পর্যন্ত বাড়তি জীবনযাত্রার ব্যয়ের কারণে মজুরি বৃদ্ধির জন্য আন্দোলনে নেমেছে। বাংলাদেশ পরিসংখ্যান বুরোর তথ্য অনুযায়ী মে মাস পর্যন্ত মুদ্রাস্ফীতি ৯.৯৪%, ফলে স্পষ্ট ভাবে বুঝা যাচ্ছে মাত্র ৮ হাজার টাকা মজুরি দিয়ে বর্তমান বাজারে তিনবেলা খেয়ে জীবন যাপন করা সম্ভব নয়। তাই আইবিসি দেশের একটি শ্রমিক বান্ধব সংগঠন হিসেবে নুন্যতম মজুরি ২৩ হাজার টাকা এবং মুল মজুরি মোট মজুরীর ৬৫% করার দাবি জানান। এদিকে, শ্রমিক সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ও সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা