আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৭

পহেলা আগষ্ট থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ

ডান্ডিবার্তা | ২৩ জুলাই, ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ৩ দফা দাবী বাস্তবায়নে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় ফতুল্লার শাহ ফতেউল্লাহ কনভেনশন হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জ্বালানী তেল পরিবহনকারী ট্যাংকলরীর ইকোনোমিক লাইফ ৫০ বছর করতে হবে ,জ্বালানী তেল বিক্রয়ের উপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫% ও জ্বালানী তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিশ্রুতি মোতাবেক সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে এই তিন দফা দাবী বাস্তবায়নে লক্ষে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটির সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলননে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। এসময় সংবাদ সম্মেলনে জ্বালানী তেল ও ট্যাংকলরী ব্যবসায়ীরা জানান, জ্বালানী তেল পরিবহনকারী ট্যাংকলরীর ইকোনোমিক লাইফ ২৫ বছরের বদলে ৫০ বছর করতে হবে ,জ্বালানী তেল বিক্রয়ের উপর প্রচলিত ডিলার্স কমিশন ১৭% থেকে কমপক্ষে ৭.৫% ও জ্বালানী তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিশ্রুতি মোতাবেক সু-স্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে। যদি আমাদের এই ৩ দফা দাবী আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন করা না হলে আগামী ১ আগষ্ট থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকাল পর্যন্ত সকল জ্বালানী ব্যবসায়ীরা তেল উত্তোলন ও পরিবহণ বিরত থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন পদ্মা ডিপো গোদনাইল শাখা কমিটির সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সী, সাধারণ সম্পাদক ফজলুল হক মনি, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন গোদনাইল পদ্মা ডিপো শাখার সভাপতি মোঃআনোয়ার হোসেন মেহেদী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির আহমেদ, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনা শাখা কমিটির সভাপতি মীর সোহেল আলী, সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ন জাকির মিলন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনা শাখা কমিটির সভাপতি সাউদুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন জেলা কমিটির আহবায়ক মিজানুর রহমান প্রধান , বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন মেঘনা ডিপো গোদনাইল শাখার সভাপতি এম এস স্বপন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ সাইদুজ্জামান ইমন,মোঃ রুবায়েত আহম্মেদ, মোঃ আব্দুল্লাহ আল জাবির, এম এ সবুর, মোঃ রহমতউল্লাহ শরীফ, মোঃ রনি, মোঃ মফিজ উদ্দিন, খন্দকার মশিউর রহমান, মোঃ ওহায়েদুর রহমান সোহেল, মোঃ রকিবুজ্জামান রকি, মোঃ শফিউদ্দিম বাচ্চু, মোঃ মিজানুর রহমান রনি, মোঃ সজিব আহম্মেদ,মোঃ সাইফুল ইসলাম, মোঃ উজ্জ্বল, মোঃ নাঈম, মোঃ শফি, মোঃ আল আমিন, মোঃ রুবেল প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা