আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৪

আবজাল হত্যায় দুইজন গ্রেফতার

ডান্ডিবার্তা | ২৩ জুলাই, ২০২৩ | ১২:১৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লার দেওভোগের বাশঁমুলি আবজাল হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। গতকাল শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি নিশাত তাবাসসুম। গ্রেফতারকৃতরা হলেন-শহরের মাসদাইর এলাকার নিজাম ড্রাইভারের ছেলে রাসেল (৩০) ও ফতুল্লার দেওভোগের নুরু মিয়ার ছেলে রায়হান (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেফতার আসামিরা বর্ণিত হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করেন এবং তারা পেশাদার কিলার গ্রুপের সদস্য ও টাকার বিনিময়ে বিভিন্ন কিলিং মিশনে অংশগ্রহণ করে বলে জানায়। আসামি রাসেল ওরফে বিয়াইস্তা রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ৭টি মামলা চলমান রয়েছে। রায়হান ওরফে হিটলার রায়হানের বিরুদ্ধে ফতুল্লা থানায় ২টি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ৫টি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব। জানা গেছে, গত ৬ এপ্রিল দেওভোগ মাদরাসা মার্কেট সংলগ্ন হাসেমবাগ যাওয়ার সময় গ্রেফতারকৃত আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে আবজালের ওপর আক্রমণ ও এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা