আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৪

হাইয়ের প্রশ্ন: এরা শত কোটি টাকার মালিক কিভাবে

ডান্ডিবার্তা | ২৪ জুলাই, ২০২৩ | ১১:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘ ৩ মেয়াদ ধরে ক্ষমতায় আওয়ামীলীগ। আর এ সুযোগে ত্যাগী নেতারা কিছু না পেলেও হাইব্রিডরা বেশ লাভবানই হয়েছেন। টেন্ডারবাজি, মাঠ-ঘাট দখলসহ সকল সেক্টর নিয়ন্ত্রণে নিয়ে অল্পদিনে বিত্তবান বনে গেছেন। আর ত্যাগী ও প্রকৃত আওয়ামীলীগার যারা একনিষ্ট বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়েছে দলের সুখ দু:খে সাথে রয়েছেন তাদের অনেকে আজো নুন আনতে পান্তা ফুরায়। বন্দরে এমন এক আওয়ামীলীগের একনিষ্ট কর্মী রয়েছেন যিনি নেতাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান এবং কিছু দিলে তিনি তা দিয়ে জীবন ধারন করেন। তার নাম দেলোয়ার। যার বাড়ি নবীগঞ্জে। তিনি বঙ্গবন্ধুর প্রতি এতটাই আকৃষ্ট যা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি বঙ্গবন্ধুর নামে গান কবিতাসহ বিভিন্ন সময় রাজনৈতিক মঞ্চে বঙ্গবন্ধুর প্রতি কবিতা গানে ভালবাসা প্রকাশ করতে দেখা যায়। তিনি বঙ্গবন্ধুর প্রতি এতটাই আকৃষ্ট সে জন্য সংসারও করেননি। একা একা ঘুরে বেড়ান আর নির্লোভ ভাবে আওয়ামীলীগের গুনগান করে বেড়ান। এ ধরনের অনেক নেতা যারা আওয়ামীলীগকে ভালবাসেন কিন্তু দল থেকে বিানময় চান না। কদম রসুলে আরেকজন নেতা ছিলেন, যিনি মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কখনো পদ পদবীর লোভ করেন নি। যখন আওয়ামীলীগের দু:সময় ছিল তখন তিনি তার নিজের পালিত ছাগলগুলি বিক্রি করে টাকা দলের ফান্ডে জমা দিয়েছেন। এ সকল নেতাদের আজ অনেকে মনে রাখেননি। কিন্তু অনেক আওয়ামীলীগার রয়েছে যারা অল্প দিনে পতিপত্তি হয়ে গেছেন যেন তাদের হাতে লেগেছে আলাদিনের চেরাগ। তারা শহরে দামি দামি গাড়ি হাকিয়ে বেড়ান। কিন্তু দলের দু;সময়ে তারা ছিল না। তারাই আজ আওয়ামীলীগের বড় নেতা। হাইব্রিড নেতারা মনে করে যতদিন দল ক্ষমতায় আছে ততদিন দলকে চুষে খাওয়া যাবে। তাদের একটি গুনও রয়েছে নিজ স্বার্থে তারা দলের বা দলনেত্রীর প্রসংশা করতে করতে মুখে ফেনা তুলে ফেলেন। আবার অনেক সময় এত প্রশংসা করতে করতে বঙ্গবন্ধুকে জাহান্নামের সুন্দর স্থানে রাখার দোয়াও করেন। তারা কখন কি বলে তারা নিজেরাও জানে না। অনেকে দলের প্রতীক নিয়ে নির্বাচিত হলেও বলে বেড়ায় নৌকা প্রতীক না হলে আরো বেশী ভোট পেয়ে নির্বাচিত হতাম। তাকে প্রতীক দেখে নয় তার প্রতি মানুষের ভালবাসার কারনে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এরক অনেক হাইব্রিড নেতা রয়েছে যারা দলকে ডুবানোর জন্য যথেষ্ট। তাই অনেক দু:খ করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আ: হাই আওয়ামীলীগের এক প্রয়াত নেতার দোয়া অনুষ্ঠানে বলেছেন, ২দিনের আওয়ামীলীগের শত শত কোটি টাকার মালিক বনে গেছে। আওয়ামীলীগের তৃনমূলের দাবি হাইব্রিড নেতারা নিজেদের আখের গুছাতে ব্যস্ত ছিল। তারা দলের জন্য গজব। তাদের কারণে আগামীতে যদি আওয়ামীলীগের ভরাডুবি হয়। কারণ তাদের কারণে মানুষ অতিষ্ট। আর গুটি কয়েক হাইবিডের জন্য এর খেসারত দলতে দিতে হতে পারে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা