আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৭

চাষাঢ়ায় সড়ক দুর্ঘটনায় ফয়ার সার্ভিসের গাড়ি চালকসহ তিনজনের মৃত্যু

ডান্ডিবার্তা | ২৫ জুলাই, ২০২৩ | ১২:৩৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শহরের চাষাঢ়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের একটি গাড়িতে চলন্ত অবস্থায় চালক স্ট্রোক করে মৃত্যুবরণ করে নিয়ন্ত্রণ হারালে ওই দুর্ঘটনায় গাড়ি চাপায় আরো ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, ফায়ার সার্ভিসের গাড়ির চালক জাহাঙ্গীর হোসেন, রিকশা চালক সিরাজুল ইসলাম ও পথচারি সালাউদ্দিন সাবু। আহত হয়েছে আরো ৮ জন। আহতরা হলেন – নারায়ণগঞ্জের চাঁদমারির আমজাদ, খানপুর বৌবাজার এলাকার রোকন, খানপুর এলাকার ইরানি, জামতলা এলাকার সারা, নাজমা ও মুন্সিগঞ্জের বিক্রমপুরের রেশমা। এদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন সারা ও নাজমা। ফতুল্লায় অগ্নিকা-ের স্থলে ফায়ার সার্ভিসের গাড়ি চালিয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান জাহাঙ্গীর হোসেন নামে গাড়ি চালক। আহতদেরকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি চালক জাহাঙ্গীর হোসেন, রিকশা চালক সিরাজুল ইসলাম ও সালাউদ্দিন সাবুকে শহরের ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীর হোসেন ও রিকশাচালক সিরাজুল ইসলামকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত সালাউদ্দিন সাবুকে দ্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেয়ার পথে মারা যান। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চাষাঢ়া সান্তনা মার্কেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আমাদের ফায়ার ফাইটার জাহাঙ্গীর নিহত হয়েছেন দুর্ঘটনায়। আমরা একটি আগুনের খবরে যাচ্ছিলাম সেখানে। হঠাৎ একটি দুর্ঘটনায় আমাদের এক কর্মী ও ২জন সিভিলয়ান মারা গেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ পরিচালক আকতারুজ্জামান জানান, নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি কারখানায় সকালে অগ্নিকা-ের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে। ঘটনাস্থলে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন মারা যায়। এ সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে চাষাঢ়ায় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে এক রিকশাচালক ও এক পথচারি নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, ফতুল্লার বিসিকে একটি শিল্প কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার সময়ে সান্তনা মার্কেটের সামনে চালক হঠাৎ করে অসুস্থ বা স্ট্রোক করে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকার সহ অটো রিকশাকে চাপা দেয়। এতে আনন্দ গাড়ির নিচে ছিটকে পড়ে গিয়ে গাড়ি চাপায় একজন ঘটনাস্থলেই মারা যান রিকশা চালক। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ও একজনের মৃতু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এদিকে ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকা- ঘটেছে। আগুনে কারখানার বিপুল পরিমাণ কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের একজন আহত হয়েছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ফতুল্লা, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনে ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া আগুন নির্বাপণের কাজ করতে গিয়ে বেলায়েত হোসেন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। তাকে সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা