
ডান্ডিবার্তা রিপোর্ট নানা কারনেই আলোচিত ঢাকার পাশ্ববর্তী শিল্পাঞ্চলখ্যাত গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জ। আর এ জেলায় নিজস্ব ঘাঁটি বলতে রাজনৈতিক দলগুলোর তেমন কোন অস্তিত্ব নেই। নারায়ণগঞ্জ জেলার সাধারণ মানুষ বিগত দিনের উন্নয়ন চিত্রের চুল চেরা বিশ্লেষণের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্ধারন করবেন। নারায়ণগঞ্জের রাজনীতি জনসমর্থনের দিক দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি এখানে সমান-সমান। তবে প্রতিটি নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে অল্প ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়। যে দল নির্বাচনী মাঠে শক্তি-সামর্থ্য আর কৌশলের রসায়ন ঘটাতে পারবে জয় তাদের সুনিশ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ আসনে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থী মাঠে নিজের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। নারায়ণগঞ্জের ৫টি আসনে আওয়ামীলীগের বর্তমান সাংসদদ্ধয়গণ এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করবেন এমনটাই প্রত্যাশা সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দের। এছাড়া জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নারায়ণগঞ্জের ৫টি আসনেই নৌকার প্রার্থী দেওয়ার জন্য কেন্দ্রে আলোচনা চালিয়ে আসছেন। এর ফলে নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ২টি আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারনা চালিয়ে আসছেন। অপরদিকে বিএনপিও আগামী নির্বাচনে নিজেদের হারানো আসন পুনরুদ্ধার করতে হলে সাংগঠনিক ও জনপ্রিয় প্রার্থীকেই মনোনয়ন দিতে হবে এমনটাই মনে করছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তবে এ জেলায় আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী থাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পরীক্ষিত নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দাবি উঠেছে তৃণমূল পর্যায় থেকে। প্রসঙ্গত, ২০০৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলায় আওয়ামীলীগ ও বিএনপি সমানতালে লড়াই করে গিয়েছেন। সামান্যতম ভোটের ব্যবধানে জেলার ৫টি আসনের বিএনপি প্রার্থী থেকে অল্প কিছু ভোট বেশি পেয়ে আওয়ামীলীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন। আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে এ জেলায় ফের লড়াই হবে দুই দলের মধ্যেই। তবে এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের ব্যবধান খুব অল্প। জেলা আওয়ামীলীগ সূত্র জানায়, এ আসনে জয়ের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের সময়ে বাস্তবায়ন হওয়া ব্যাপক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে প্রাচীন এ দলটির মূল প্রচারণার রশদ হবে ‘উন্নয়ন’। তবে এ আসনে আওয়ামীলীগের প্রধান ও অন্যতম প্রতিদ্বন্দ্বি দল বিএনপি এখনো দলীয় কোন্দল নিরসন করতে না পারায় আগামী নির্বাচনে ভোটের মাঠে আওয়ামীলীগ বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন অনেকে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশব্যাপী ব্যাপক উন্নয়ণ কর্মকান্ড ঘটেছে। নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আওয়ামীলীগ সাংসদদ্ধয় নারায়ণগঞ্জের ব্যাপক উন্নয়ন ঘটানোর মাধ্যমে সাধারণ মানুষের দোর ঘোড়ায় পৌছাতে সক্ষম হয়েছে। এছাড়া কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জের প্রতিটি আসনের সাংসদদ্ধয় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ আগামীতে ক্ষমতায় আসতে পারলে নারায়ণগঞ্জ জেলাকে রোল মডেল হিসেবে দেশবাসীর কাছে পরিচিতি লাভ করবে। জেলা বিএনপির সূত্রে জানা যায়, পূর্বের চেয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপি অনেকটাই শক্তিশালী। জেলা আওয়ামীলীগের অভ্যন্তরীন যে কোন্দল সৃষ্টি হয়েছে বিএনপির মধ্যে দলীয় কোন্দল নেই বললেই চলে। বর্তমানে নারায়ণগঞ্জ বিএনপি আওয়ামীলীগ থেকে অনেকটাই শক্তিশালী। নিরপেক্ষ নির্বাচন হলে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির প্রার্থীর নিরষ্কুশ বিজয় সম্ভব বলে মনে করছেন দলটির সিনিয়র নেতৃবৃন্দ। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দীন জানান, নারায়ণগঞ্জ বিএনপি বর্তমানে অনেকটাই ঐক্যবদ্ধ। দলীয় লোকজন কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলেই সরকার বিরোধী আন্দোলনে রাজপথে ঝাপিয়ে পড়বে। তাছাড়া বিএনপির সদস্য সংগ্রহ ফর্ম অনুষ্ঠানে সাধারণ মানুষের যে সাড়া পাওয়া গেছে এটাই দলের বড় শক্তি হিসেবে কাজ করবে। তাছাড়া আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে যদি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে একটি আসনও বাকশালী সরকারের নেতৃত্বাধীন আওয়ামীলীগ কিংবা তাদের শরীক দলগুলোর মধ্যে কোন প্রার্থীই পাবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯