আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৪

সপ্তমবারের মতো বিকেএমইএর সভাপতি হলেন সেলিম ওসমান

ডান্ডিবার্তা | ২৭ জুলাই, ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট তৈরি পোশাক রপ্তানিকারকদের অন্যতম বৃহৎ সংগঠন (বিকেএমইএর) পরিচালনা পর্ষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা সপ্তমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। গতকাল বুধবার বিকেএমইএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলভ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে বিকেএমইএর প্রধান কার্যালয়ে ২০২৩-২৫ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়। পরিচালনা পর্ষদে মোহাম্মদ হাতেম নির্বাহী সভাপতি এবং মনসুর আহমেদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে সহ-সভাপতি পদে ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল সহ-সভাপতি (অর্থ), আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ নির্বাচিত হয়েছেন। বিকেএমইএর প্রধান নির্বাহী কর্মকর্তা সুলভ চৌধুরী জানান, গত ২০ জুলাই মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে সেলিম ওসমানের নেতৃত্বে বিকেএমইএ পরিচালনা পর্ষদের নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্মিলিত নীট ফোরামের প্রার্থীরা। গত সোমবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। তিনি আরও জানান, যেহেতু নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র জমা পড়েছে, সেহেতু বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪’র ১৭ ধারা অনুযায়ী নির্বাচনের প্রয়োজন হয় না। ফলে বিধি অনুযায়ী গত মঙ্গলবার টানা সপ্তম মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম সেলিম ওসমান। এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। একইসঙ্গে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এবং এফবিসিসিআইর সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা এই বোর্ডের সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। বিকেএমইএর এ পর্ষদে ২৫ জন পরিচালকের মধ্যে আছেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মো: শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, মো: আশিকুর রহমান, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এমআই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান, মে মিনহাজুল হক, ফওজুল ইমরান খান ও খোরশেদ আহমেদ তুনিম। বাকি এক জনের নাম বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী পরবর্তীতে ঘোষণা করা হবে বলেও জানানো হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা