আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২০

ছিনতাইয়ের কবলে নাইটগার্ড

ডান্ডিবার্তা | ২৮ জুলাই, ২০২৩ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ে ছিনতাইয়ের কবলে পড়েছে আব্দুল কুদ্দুছ (৫৮) নামে এক টেক্সটাইল মিলের নাইটগার্ড। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দরিকান্দি- সোনাখালী মাঝামাঝি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রটি দুইটি মোটরসাইকেল যোগে ৬ জন এসে পথ রোধ করে মাথায় আঘাত করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। ছিনতাইকারী চক্রের স্টীলের পাইপের আঘাতে আহত নাইটগার্ড কুদ্দুছ বন্দর উপজেলার ধামগড় ইউপির কামতাল গ্রামের মৃত আনছার আলীর ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপির সোনাখালী এলাকায় অবস্থিত রেজা ফেব্রিকস লিমিটেড এর নাইটগার্ড হিসাবে কর্মরত। আহত আব্দুল কুদ্দুস জানান, সোনাখালী এলাকায় অবস্থিত রেজা ফেব্রিকস লিমিটেডে দীর্ঘ ৭ বছর ধরে নাইটগার্ড হিসাবে কর্মরত। গতকাল বৃহস্পতিবার রাতে নাইট ডিউটির জন্য নিজ বাড়ি কামতাল গ্রাম থেকে পায়ে হেঁটে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দরিকান্দি-সোনাখালী স্টীল মিলের সামনে পৌঁছাই। এসময়ে দুইটি মোটরসাইকেল যোগে উর্তী বয়সের ৬জন ছেলে পথ রোধ করে কিছু বুঝে ওঠার আগেই মাথায় স্টীলের পাইপ দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে পকেটে একশ ৮০ টাকা সহ আইডি কার্ড ছিনিয়ে নিয়ে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়। পরে পথচারিরা আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এ ব্যাপারে তিনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন জানিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা