আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | রাত ১২:২৩

জাকির খানের নির্দেশে রাজপথ কাঁপাবে কর্মীসমর্থকরা

ডান্ডিবার্তা | ২৮ জুলাই, ২০২৩ | ১২:০০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আবারও ঢাকার রাজপথ কাঁপাতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও এক সময়ের তুখোড় ছাত্রনেতা জাকির খানের হাজার হাজার কর্মীসমর্থরা। আজ শুক্রবার ঢাকার নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশে ‘জাকির খান মুক্তি পরিষদ’ ব্যানারে প্রায় প্রায় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করবে বলে, জাকির খানের বিশ্বস্তসূত্রে জানাগেছে। ইতিমধ্যে ওই মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা সকল প্রস্তুতি সম্পন্ন করছে বলেও দাবি সূত্রটির। সূত্রটি গণমাধ্যমকে জানান, ঢাকায় বিএনপির সকল মহাসমাবেশেই জাকির খানের নির্দেশে হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহন করে। তবে এবারের বিষয়টা খানিকটা ভিন্ন। কেননা, পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে সব চেয়ে বেশি নেতাকর্মী নিয়ে ঢাকার সমাবেশে যোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন জাকির খান। ইতিমধ্যেই জাকির খানের নির্দেশে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুধু তাই নয়, জাকির খানের নির্দেশে বেশিরভাগ নেতাকর্মী অলরেডি ঢাকা চলে গেছে। বাকি লোকজনও শুক্রবার ভোর থেকে যাওয়া শুরু করবে। যত বাধা বিপত্তিই আসুকনা কেন জাকির খানের কর্মীরা নিজের জীবনকে বাজি রেখে হলেও ওই সমাবেশে যোগ দিবে এবং পূর্বের যেকোন সময়ের তুলনায় এবারের মহাসমাবেশে জাকির খান সমর্থিত নেতাকর্মীরা সংখ্যাও থাকবে অনেক বেশি। সূত্রটি আরও জানান, ঢাকা ফকিরাপুল এলাকায় পর্বত রেস্টুরেন্টের সামনে জাকির খানের সমস্ত নেতাকর্মী জড়ো থাকবে। সেখানে সকল নেতাকর্মীরা উপস্থিত হওয়ার পর ‘জাকির খান মুক্তি পরিষদ’ ব্যানারে বিশাল মিছিল নিয়ে মহাসমাবেশের উদ্দেশ্যে রওয়ানা হবে। একদফা দাবিসহ বেগম খালেদা জিয়া ও জাকির খানের মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপিয়ে মহাসমাবেশে যোগ দেবে মিছিল, এমনটাই জানিয়েছে সূত্রটি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা