আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৪

পদহীন নেতারা পদ ব্যবহার করছে

ডান্ডিবার্তা | ২৮ জুলাই, ২০২৩ | ১২:১২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘদিন ধরে কমিটি নেই সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের। তবুুও সর্বশেষ কমিটির আব্দুস সামাদ বেপারী নিজেকে সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন নিজেকে সাধারণ সম্পাদক দাবি করে আসছেন। এই পদবী ব্যবহার করে তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুনে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতেও তাদের দুজনকে এই পদবী ব্যবহার করতে দেখা যায়। যা রীতিমতো অন্যায় ও অনৈতিক। যা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। এদিকে কেন্দ্রীয় নেতাদের দাবি, এরা দুজনই চাঁদাবাজ, প্রতারক, টাউট, বাটপার। এরা সংগঠনের নাম ব্যবহার করে এগুলো করছে। যেহেতু সামনে জাতীয় শোক দিবস সেজন্য নিজেদের স্বার্থ হাসিল করার জন্য গায়ে লেবাস দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, তাদের দুজনেই কর্মকান্ডে বিব্রত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। তাদের অভিযোগ, তারা মিথ্যাভাবে এই পদবী ব্যবহার সিদ্ধিরগঞ্জে নানা ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকেন। মূলত এইসব কর্মকান্ড করার জন্যই তারা এখনও পদবীগুলো ব্যবহার করে আসছেন। দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৪ সালে ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে এই কমিটির সদস্যসংখ্যা বৃদ্ধি করে ৭১ এ উন্নীত করা হয়। গতবছর এই কমিটি বাতিল করে জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান ও সাধারণ সম্পাদক কেএম আযম খসরু স্বাক্ষরিত একটি প্যাডে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের পূর্বের সভাপতি আব্দুস সামাদ বেপারীকে আহ্বায়ক ও মো. সাদ্দাম হোসেনকে সদস্য সচিব করে ৬ মাসের জন্য একটি সম্মেলন প্রস্তুতি কমিটি করে দেওয়া হয়। পরবর্তীতে এই সম্মেলন অনুষ্ঠিত না হলে সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ কেন্দ্র থেকে এই দুই কমিটি বাতিল করা হলেও এই কমিটির নেতৃবৃন্দ এখনও এই কমিটির পদ পদবী ব্যবহার করেছেন। দুটো কমিটির নেতৃবৃন্দ তাদেরকে বৈধ দাবি করে আসছে। এর ফলে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগে দীর্ঘদিন যাবত দুটি কমিটি থাকায় নানান কোন্দল লক্ষ্য করা গিয়েছে। এদিকে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ ব্যাপারী ওরফে লেতুর সামাদকে নিয়ে রয়েছে নানা বিতর্ক। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে। এর আগে তিনি একবার মাদকদ্রব্য নিয়ে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। এছাড়া সভাপতির পদ ব্যবহার করে সিদ্ধিরগঞ্জে নানা অবৈধ কাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনি এই কমিটির সাবেক সাধারণ সম্পাদককে অসুস্থতার অজুহাত দেখিয়ে এই পদ থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে এই পদে সহ-সভাপতি পদে থাকা কবির হোসেনকে অবৈধভাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করেন। তবে তিনি এখন নিজেকে এলাকায় আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দাবি করে এই পদ ব্যবহার করেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা বিএনপিরর সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের পরিবারের সঙ্গে আতাত করে ব্যবসা করার অভিযোগ রয়েছে। তাছাড়া সিদ্ধিরগঞ্জ সাইলোতে অবৈধভাবে ব্যবসার করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুস সামাদ ব্যাপারী জানান, সর্বশেষ ২০০৪ সালে আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আমাকে সভাপতি এবং মো. সালাউদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু কয়েক মাস পূর্বে সালাউদ্দিন অসুস্থ হয়ে পড়লে দল পরিচালনা করতে অপরাগতা প্রকাশ করে আমাদের কাছে একটি চিঠি দেন। তার অনুরোধে পরবর্তীতে কবির হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। এটাই আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের একমাত্র কমিটি। এই থানা এলাকায় আর কোনো কমিটি গঠন করা হয় নি। যে কমিটি নিয়ে বিতর্ক উঠেছে ওই কমিটি কোনো আহবায়ক কমিটি না। ওই কমিটি শুধুমাত্র সম্মেলনের প্রস্তুতির জন্য গঠন করা হয়েছিল। পরবর্তীতে এই কমিটি বাতিল করা হয়। তবে তারা এখনো পদ-পদবী ব্যবহার করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। বিষয়টি কেন্দ্রীয় শ্রমিক লীগকে জানানো হয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এ বিষয়ে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কেএম আযম খসরু জানান, কমিটি বিলুপ্ত হয়ে যাওয়ার পর এটি সম্পূর্ণ বেআইনী এবং অনৈতিক রাজনৈতিক চর্চা। এরা দুজনই চাঁদাবাজ, প্রতারক, টাউট, বাটপার। এরা সংগঠনের নাম ব্যবহার করে এগুলো করছে। যেহেতু সামনে জাতীয় শোক দিবস সেজন্য নিজেদের স্বার্থ হাসিল করার জন্য গায়ে লেবাস দেওয়ার চেষ্টা করছে। এই কমিটি দীর্ঘদিন আগেই বিলুপ্ত করা হয় এবং পরবর্তীতে সম্মেলনকে ঘিরে যে কমিটি করা হয় ওইটাও বাদ দেওয়া হয়। তাই কেউ এখন শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করতে পারবে না। এমন কোনো নিয়মই নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, তারা এখন দলের বাহিরের লোক। দলে থাকলে না ব্যবস্খা নেওয়া সম্ভব ছিল। তারা এখন রাস্তার লোক। তাদের বিরুদ্ধে এখন আমরা কি আর অ্যাকশন নিবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা