আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৫

পুলিশী হয়রানির অভিযোগ বিএনপির

ডান্ডিবার্তা | ২৮ জুলাই, ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ঢাকায় বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাঁদের আটক করা হয় বলে বিএনপির নেতারা দাবি করেছেন। আটক নেতা-কর্মীরা হলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার হুমায়ুন, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম চৌধুরী, সোনারগাঁ উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক শহীদ সরকার ও সোনারগাঁ উপজেলা তাঁতী দলের সভাপতি আলী আকবর। এদিকে বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে পুলিশ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, মহাসমাবেশকে সামনে রেখে পুলিশ গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে। তিনি বলেন, পুলিশ আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলীসহ বিএনপির ৫ নেতা-কর্মীকে আটক করেছে। ইউসুফ আলীকে তুরাগ থানা-পুলিশ আটক করেছে। অন্যদের থানা ও গোয়েন্দা পুলিশ আটক করেছে। এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সোলায়মান ফারুকসহ ছয়জনকে আটক করা হয়েছিল। বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, যাঁদের বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা আছে, পুলিশ শুধু তাঁদের গ্রেপ্তার করছে। অযথা কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে না। এদিকে বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে পুলিশ। এ সময় পুলিশকে বিভিন্ন যাত্রীবাহী বাসে উঠে যাত্রীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। এ ছাড়া ব্যক্তিগত গাড়িতেও পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়নের নেতৃত্বে দূরদুরান্ত থেকে আসা যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এ ছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার মুন্সীখোলা, সাইনবোর্ড এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। জৈনপুর পরিবহনের বাসের যাত্রী কামাল হোসেন বলেন, চাঁদপুর থেকে মৌচাক পর্যন্ত তাঁদের গাড়ি পুলিশ তিন জায়গায় তল্লাশি করেছে। পুলিশ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে, তাঁরা কোথায় যাচ্ছেন? কী কাজে যাচ্ছেন? সঙ্গে আইডি কার্ড আছে কি না, সেটিও দেখছেন তাঁরা। কুমিল্লা থেকে আসা মাইক্রোবাসের চালক সোহেল মিয়া বলেন, কুমিল্লা থেকে তাঁরা ঢাকায় যাওয়ার পথে মৌচাক এলাকায় পুলিশ তাঁদের গাড়িতে তল্লাশি করে। এ সময় তাঁরা কোত্থেকে এসেছেন, কোথায় যাচ্ছেনÍএসব কিছু জানতে চেয়েছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। চেকপোস্টে কাউকে আটক বা হয়রানি করা হচ্ছে না বলে তিনি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা