আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৭

সমাবেশ নিয়ে না’গঞ্জে টান টান উত্তেজনা!

ডান্ডিবার্তা | ২৮ জুলাই, ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির এক দফা আন্দোলন উল্টোদিকে আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করে আসছে। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে মাঠের প্রধান বিরোধীদল বিএনপি একের পর এক আন্দোলনের ঘোষনাসহ রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অপরদিকে বিএনপির জামায়াত শিবিরের আন্দোলনের নামে নাশকতা রোধে দেশব্যাপি শান্তি সমাবেশ করে যাচ্ছে ক্ষমতাসীনদল আওয়ামীলীগ। এদিকে সময় সময় বদলালেও আজকে রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ। আর দুই দলে পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জে দুই দলের নেতাকর্মীদের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে। বিএনপি আজ মহাসমাবেশ করবে এবং বিপুল জনসমাগম ঘটাবে। বিপরিতে আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ পাল্টা সমাবেশ করবে। তারাও রাজধানীর পাশের সব জেলা থেকে যুবকদের জরো করার স্বিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ তাদের সমাবেশের নাম দিয়েছে শান্তি সমাবেশ। তাই দুই দলের সমাবেশে কি পরিমান লোক জরো হয় সেদিকে রয়েছে সারা দেশের মানুষের নজর। ফলে গত কয়েক দিন ধরেই নারায়ণগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ তৎপর ছিলেন। তবে বিএনপি নেতারা অভিযোগ করেছেন সরকার পুলিশ প্রশাসনকে ব্যাবহার করে বিএনপির মহাসমাবেশ বানচাল করার চেষ্ঠা করছে। বিপরিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তা করছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেছেন, আবারও পুলিশকে ব্যাবহার করে ধরপাকর শুরু করেছে সরকার। বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। এরই মাঝে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। এক কথায় পুলিশকে ব্যাবহার করে সরকার আবারও বিএনপির মহাসমাবেশ বানচাল করতে চাইছে। সরকার ভয় পেয়ে আবারও পূরনো খেলা শুরু করেছে। কিন্তু এসব করে এই সরকারের শেষ রক্ষা হবে না। কারন আমি আগেও বলেছি, দেশে এখন ৬৯ আর গণঅভ্যুথ্যানের মতো পরিস্থিতি বিরাজ করছে। মানুষ স্বাধীন ভাবে ভোট দিতে পারছে না, কথা বলতে পারছে না, পত্রিকায় লিখতে পারছে না। তাই সারা দেশের মানুষ এখন মুক্তি চায়। তারা তাদের সকল পকারের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। সরকার জুলুম নির্যাতন চালিয়ে জনগনকে আর দাবিয়ে রাখতে পারবে না। এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার। অপরদিকে এ বিষয়ে কথা বলার জন্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, রাজধানীতে যুবলীগ সহ তিনটি অঙ্গ সংগঠনের যে সমাবেশের ডাক দেয়া হয়েছে তা সফল করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নারায়ণগঞ্জ থেকে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমর্থক এই যুবসামবেশে যোগ দেবে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। পদ্মা সেতু, মেট্রোরেল এবং কর্ণফুলি টানেল সহ হাজারো ব্রিজ, কালভার্ট ও ফ্লাই ওভার নির্মান করে সারা দেশের মানুষের মন জয় করেছেন। তাই আমরা মনে করি দেশের সাধারন মানুষ আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে রাস্ট্র ক্ষমতায় বসাবে। দেশের উন্নয়নের স্বার্থে মানুষ আবারও আওয়ামী লীগকেই ভোট দেবে। ফলে ঢাকার সমবেশে যুবসমাজের বিপুল উপস্থিতি ঘটবে বলে আমরা মনে করি। এদিকে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে রাজধানীতে আজকের সমাবেশকে ঘিরে তাদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। কারন পাল্টাপাল্টি সমাবেশের কারন রাজনীতি সংঘাতের পথে চলে যেতে পারে বলে অনেকে মনে করেন। দুই দলের নেতাকর্মীদের মাঝেও টানটান উত্তেজনা বিরাজ করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা