আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:০৯

প্রাণের সঞ্চার ছাত্রলীগে নিষ্প্রাণ ছাত্রদল!

ডান্ডিবার্তা | ২৯ জুলাই, ২০২৩ | ১২:০৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ঢাকায় মহাসমাবেশ ও শান্তি সমাবেশকে ঘিরে চিত্র পাল্টেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল ও ছাত্রলীগে। এর মধ্যে এক সঙ্গথনে প্রাণ ফিরলেও নিষ্প্রাণ হয়ে পড়েছে আরেক সংগঠন। গতকাল শুক্রবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও আওয়ামীলীগের শান্তি সমাবেশে যোগ দিতে পৃথকভাবে ঢাকায় যায় ছাত্রদল ও ছাত্রলীগ। ছাত্রলীগ সুত্রে জানা গেছে, ঢাকায় বিএনপির সমাবেশে নৈরাজ্য্ প্রতিরোধে আওয়ামীলীগের ডাকা শান্তি সমাবেশে যোগ দিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ সেখানে যায়। জেলা ও মহানগর ছাত্রলীগের প্রায় ১০ হাজার নেতাকর্মী এদিন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামীলীগ সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে যোগদান করেন সমাবেশে। বিশাল এ মিছিলে দীর্ঘদিন ধরে নিষ্প্রভ ছাত্রলীগে প্রাণ ফিরে পেতে দেখা গেছে। অপরদিকে ঢাকায় বিএনপির মহাসমাবেশে জেলা বিএনপির পেছনে অংশ নিয়েছিল জেলা ছাত্রদল। এসময় জেলা ছাত্রদল ও তাদের কয়েকটি ইউনিটের ব্যানারে হাতেগোনা নেতাকর্মীদের অংশগ্রহণ দেখা গেছে। প্রতিটি ব্যানারে অনধিক ৫০ জন নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। এতে জেলা বিএনপি ও অন্য অঙ্গ সহযোগী সংগঠনগুলো নীরব লজ্জা দিয়েছে তাদের। জেলা ছাত্রদল অতীতে সবসময়ে জেলা বিএনপিতে সবচেয়ে বড় মিছিল নিয়ে উপস্থিত হলেও সম্প্রতি সেটি পারছেনা। সরব জেলা ছাত্রদলের এমন নিষ্প্রভ অবস্থায় সামনের আন্দোলন সংগ্রামে ছাত্রদলের অবস্থান নিয়ে শঙ্কা রয়েছে নিজ দলের মধ্যেই। এ অবস্থায় জেলা বিএনপি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মূল্যায়নে, জেলা ছাত্রদলকে পিছিয়ে নিয়ে জেলা ও মহানগর ছাত্রদলকে এগিয়ে রাখছেন সকলে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা