আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৬

বিএনপি পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২২জন আহত

ডান্ডিবার্তা | ৩১ জুলাই, ২০২৩ | ৯:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির কেন্দ্র ঘোষিত ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের। জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ২২ নেতাকর্মী। আহত নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বিএনপি নেতাকর্মীরা তাদের কর্মসূচী পালনের লক্ষ্যে বিভিন্ন অলিগলিতে জড়ো হচ্ছিলেন। এসময় বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপি নেতা রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান, শাহেদ আহমেদ, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদম মোশারফ হোসেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্ল্যাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের ইউনিটের নেতাকর্মীদের নিয়ে জড়ো হন। এর মধ্যে মহানগর বিএনপির নেতাদের সাথে জেলা বিএনপির একাংশ মহাসড়কে উঠতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের সাথে বিএনপি নেতাদের ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে ও গুলি করে। এতে জেলা বিএনপির অন্তত ২২ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। এদিকে পুলিশের গুলি গিয়ে লাগে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটুর চোখে। বাকি নেতাকর্মীরা ছিটা গুলিতে আহত হন। বর্তমানে টিটু একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুলিশের গুলির মধ্যে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দেখা গেছে খালি গায়ে সামনে গিয়ে অবস্থান নিতে। পরে পুলিশের গুলি ও টিয়ারগ্যাসের মাত্রা বাড়লে পিছু হটে বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে অলিগলিতে ডুকে বিএনপি নেতাদের খুঁজে পুলিশ। পুলিশের লাঠিচার্জ ও গুলিতে আহত বিএনপি নেতারা হলেন- মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্যাহ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান, শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল রানা, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, ফতুল্লা ইউনিয়ন বিএনপি নেতা মিঠু, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা আলভী, সোনারগাঁ জাসাসের সভাপতি আমীর হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমরা সকালে শান্তিপূর্ণ কর্মসূচী করতে গেলে আমাদের উপর এ ধরনের হামলা হয়েছে। বিনা উস্কানিতে আমাদের উপর গুলি করে আমাদের ২২ জন নেতাকে আহত করা হয়েছে। আমাদীর ফতুল্লা বিএনপির সভাপতি টিটু গুরুত্বর আহত, তার চোখ আর ঠিক হবে কিনা সেটি নিয়ে চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করেছেন। অসংখ্য নেতাকর্মী আহত। আমরা সেখানে অবস্থান করেছিলাম কিন্তু সড়কে উঠার আগেই এ হামলা হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের উপর হামলা করে আমার উপরও ব্যাপিক লাঠিচার্জ করে আবার আমাকে আটক করেছিল তারা। নিন্দা জানানোর ভাষা নেই। আওয়ামীলীগের দায়িত্ব পালন করে পেটোয়া বাহিনীর মত আমাদের উপর হামলা গুলি করেছে তারা। এদিকে জেলা বিএনপির নির্বাহী কমিটির দিপু ভুঁইয়া ছাড়া অন্য কাউকে এবং জেলা বিএনপির শীর্ষ নেতাদের কর্মসূচীতে না দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। প্রধান অতিথি বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনও এতে বিব্রত বলে জানা গেছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু বলেন, পুলিশ সড়কে জানমালের নিরাপত্তায় যা করা দরকার করেছে। কাউকে আটক বা বিনা কারণে হয়রানি করা হয়নি। আমাদের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা পায়ে গুরুত্বর আহত হয়েছে বিএনপি নেতাকর্মীদের হামলায়। আমরা সকল বিষয় দেখে আইনগতভাবে যা করা দরকার করবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা