আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৪

আ’লীগের দ্বন্দ্বের সুবিধায় জাপা

ডান্ডিবার্তা | ৩১ জুলাই, ২০২৩ | ৯:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অপেক্ষমান থাকলেও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাদের বিভেদ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আওয়ামীলীগের বিভেদ অনৈক্যের দূর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে সোনারগাঁ উপজেলায় জাতীয় পার্টি শক্তিশালী দুর্গ গড়ে তুলেছে। জাতীয় পার্টির শক্তিশালী দুর্গের প্রভাব আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের পূর্বে টের পেতে পারে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ। কারণ সাম্প্রতিক সময়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের দলাদলির সুযোগে জাতীয় পার্টি তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ও জাতীয় পার্টির শক্তিশালী দুর্গ গড়ার লক্ষ্যে সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে কাজ করে যাচ্ছে। কারণ সোনারগাঁয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে মহাজোটের সাথে জাতীয় পার্টির জোট না থাকলেও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রধান প্রতিপক্ষ হিসেবে ভোটের মাঠে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি। সূত্রমতে জানা যায়, দশম সংসদ নির্বাচনে সোনারগাঁ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী হিসেবে সাংসদ হন লিয়াকত হোসেন খোকা। পরবর্তীতে একাদশ সংসদ নির্বাচনেও দ্বিতীয়বারের মত সংসদ হোন লিয়াকত হোসেন খোকা। তবে নবম সংসদ নির্বাচনে সোনারগাঁ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হোন কায়সার হাসনাত। কিন্তু দশম সংসদ নির্বাচনে সোনারগাঁ জাতীয় পার্টির দখলে চলে যাওয়ার পর থেকেই আসনটি পুনরুদ্ধারে উদগ্রীব হয়ে উঠেন সাবেক সাংসদ কায়সার। কিন্তু একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন দৌঁড়ে ডজন খানেক প্রার্থীর আত্মপ্রকাশ ঘটার কারণে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেনে নির্বাচনে অংশ নেন কায়সার শেষতক নির্বাচনে টিকে থাকতে না পারা কারণে আবারও জয়ী হোন লিয়াকত হোসেন খোকা। এরপর থেকেই সোনারগাঁয়ে জাতীয় পার্টি শক্তিশালী দুর্গ গড়ে তুলতে থাকেন লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির কমিটি এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনসহ প্রতিটি ইউনিয়নে জাতীয় পার্টির কার্যলয় স্থাপন করে যাচ্ছেন। তবে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ একাদশ সংসদ নির্বাচনের পর থেকেই গ্রুপিং বিভেদে জড়িয়ে জাতীয় পার্টির শক্তিশালী দুর্গ গড়ার রাস্তা সুগম করে দেন। এছাড়া বিভিন্ন গ্রুপ এবং উপগ্রুপে বিভক্ত হয়ে পড়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ। এরমধ্যেই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ ঘটে। আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টের পর ফের আহ্বায়ক কমিটিকে পূর্ণগঠন করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হলে এড. সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি এবং সাবেক সংসদ আব্দুল্লাহ আল কায়সারকে সাধারণ সম্পাদক করে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠিত হয়। পরবর্তীতে ইউনিয়ন ওয়ার্ডে কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হলেও এখনো কমিটি গঠিত হয়নি। এছাড়া ২০২৩ সালের ৫ মে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ প্রস্তাবিত কমিটির আত্মপ্রকাশ ঘটলে ফের বিতর্ক সৃষ্ট হয়ে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি নিয়ে পরবর্তীতে জেলা আওয়ামীলীগ বিতর্কের অবসান ঘটিয়ে কমিটি অনুমোদন দিলে ফের বিতর্ক সৃষ্ট করে সোনারগাঁ আওয়ামীলীগ জেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদিত কমিটি প্রত্যাখান করার মাধ্যমে। এরমধ্য দিয়েই সোনারগাঁ আসনের সংসদ লিয়াকত হোসেন খোকার নির্দেশনায় সোনারগাঁ উপজেলায় জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড কমিটি গঠন করে যাচ্ছে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাঈম ইকবাল। যার কারণে সোনারগাঁ আওয়ামীলীগ থেকে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে উঠেছে। এমনকি আওয়ামীলীগের দলাদলিতে জাতীয় পার্টির শক্ত অবস্থান তৈরী হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা