আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৬

অটোরিকশার শোরুমে ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন আহত

ডান্ডিবার্তা | ৩১ জুলাই, ২০২৩ | ১০:০৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সদর উপজেলার ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ি এলাকায় একটি ৫ তলা ভবনের নিচতলায় অবস্থিত ব্যাটারীচালিত অটোরিকশার শোরুমে গত শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। আহতরা হলেন পল্টু (৫০), মোঃ হাসান (৩০), কাউসার (২৫), মোঃ রানা(৩৫), মোঃ টিটু (৩৭), সাহেদা (৫৫),আলী আকবর (২৪), আতর আলী, আব্দুর রাজ্জাক (৩৯), মোরশেদা (৫৩), মিনু (৪৮) ও তাহের দেওয়ান। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক ফখর উদ্দিন জানান, কাশিপুর দেওয়ানবাড়ি মুশকান টাওয়ারটি ৫ তলা ভবনটির ৪ তলা সম্পূর্ণ ও ৫ম তলা নির্মাণাধীন রয়েছে। নিচতলায় অটোরিকশার শোরুমে আনুমানিক ৫০টির মতো অটোরিকশা ছিল। সেখানে ব্যাটারী ছিল এসিড ছিল অটোরিকশাগুলোকে রিপেয়ার করার জন্য। সকাল সাড়ে ৯টার দিকে বিকট শব্দে অটোরিকশার শোরুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিচতলার চারিদিকের ওয়াল ধসে পড়েছে। ভবনটির কিছু অংশ খালের উপর ছিল যা ঝূঁকিপূর্ণ। কিছু অংশ দেবে গেছে। অনেক অটোরিকশা নিচে পড়ে গেছে। আশেপাশের বসতঘর দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির কলাম, বীম ও বেসমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভবনটিতে কাউকে প্রবেশ করতে নির্দেশ দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টারিয়া) হাসপাতালের আরএমও এসকে ফরহাদ জানান, বিস্ফোরণের ঘটনায় ১৬ জনকে অত্র হাসপাতালে আনা হয়েছিল। তার মধ্যে ৬ জনকে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা