আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৮

চৌদ্দটা বছর না’গঞ্জ শান্ত ছিলো

ডান্ডিবার্তা | ৩১ জুলাই, ২০২৩ | ১০:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নারায়ণগঞ্জটা শান্ত ছিলো ১৪ বছর। আমরা কাউকে আঘাত করি নাই। আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে, আমি চাইলে দেশে এসে প্রতিশোধ নিতে পারতাম; কিন্তু কিচ্ছু করি নাই। ক্ষমা করে দিয়েছি। কিন্তু তারা ক্ষমাটাকে দুর্বলতা হিসেবে ভাবছেন। আমি শান্তি চাই, এমন কিছু কইরেন না যাতে আগের কথা মনে পরে যায়।’ তিনি বলেন, ‘দেশের ভেতর এখন গভীর ষড়যন্ত্র হচ্ছে। একের পর এক দেশটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এমন ষড়যন্ত্র হচ্ছে যাতে দেশটা সিরিয়া-আফগানিস্তানের মতো হয়ে যায়। আমরা আমাদের জিবন দিয়ে চেষ্টা করবো, যাতে এই কাজটা করতে না পারে। আমরা লড়বো এবং আমরাই জিতবো। কারণ সত্যের জয় সবসমই হয়।’ বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘অনেকে আছে যারা ভাবছে ক্ষমতায় যাবেন, এই এলাকাতেও (সিদ্ধিরগঞ্জ) আছে। আমি তাদের বলতে চাই, ক্ষমতা তো দুরের কথা; ক্ষমতার ১০০ কি.মি’র মধ্যেও আসতে পারবেন না।’ গতকাল রোববার সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা