আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৫

আ’লীগের রাজনীতি কোন পথে!

ডান্ডিবার্তা | ৩১ জুলাই, ২০২৩ | ১০:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত শান্তি সমাবেশ অর্ধলক্ষাধিক নেতা কর্মীদের নিয়ে যোগদানের মাধ্যমে আবারো প্রমান করলে নারায়নগঞ্জে আওয়ামীলীগ মানেই শামীম ওসমান। শামীম ওসমান ব্যতিত নারায়ণগঞ্জে আওয়ামীলীগ অস্তিত্বহীন। দলীয় পদ পদবী এবং দলীয় প্রভাব খাঁটিয়ে অনেক পাতি নেতাই জিরো থেকে হিরো বনে গেলেও দলের দুঃসময়ে সাংসদ শামীম ওসমান এবং তার অনুসারী ব্যতিত কাউকেই রাজপথে দেখা যাচ্ছে না! এমনকি ঢাকায় আয়োজিত শান্তি সমাবেশেও নারায়নগঞ্জের অনেক প্রভাবশালী নেতৃবৃন্দকেও দেখা যায়নি। এমতবস্থায় প্রশ্ন উঠেছে, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি কি একমাত্র শামীম ওসমানই করেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নারায়নগঞ্জের আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত তৃনমূল নেতৃবৃন্দের পাশাপাশি সাধারন মানুষের মাঝেও! সূত্রমতে, ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লাখো নেতাকর্মী নিয়ে যোগদান করেন আওয়ামীলীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান। দীর্ঘদিন পর শামীম ওসমান ঢাকার রাজপথে হ্যান্ড মাইক হাতে নিয়ে নিজেই ‘তালে তালে, লড়াই হবে শেখ হাসিনা, জিতবে কারা, শেখ হাসিনা’ আল্লাহ আল্লাহ আল্লাহ, বলে স্লোগান দেন। এসময় শামীম ওসমানের অনুসারীরাও নেতার সাথে তালে তালে স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ মুখরিত করে তোলে। শুক্রবার দুপুর তিনটায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের দুই অঙ্গ সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। এদিকে শান্তি সমাবেশকে সফল করার লক্ষ্যে দুপুরেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৩০০ বাস ও বিভিন্ন ট্রাক ও পরিবহনে চড়ে ঢাকায় সমাবেশের উদ্দেশে রওনা দেন। পরে দুপুর আড়াইটার দিকে নেতাকর্মীদেরকে একত্রিত হয়ে এমপি শামীম ওসমানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শ্লোগানে শ্লোগানে শান্তি সমাবেশে যোগদান করেন তারা। এ সময়ে শামীম ওসমান বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ থেকে ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী দিয়ে এরই মধ্যে এ মাঠ পুরো ভরে গেছে। আমরা প্রমাণ করে দিতে চাই নারায়ণগঞ্জের মাটি এক সময়ে আওয়ামী লীগের ঘাটি ছিল এবং এখনও আছে। যেকোনো অবস্থান মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় আছে এবং সেটি আমরা করব তবে শান্তিপূর্ণভাবে। কারণ আমরা মনে করি উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে আমাদের জনতা আর আমাদের পরিচালক হচ্ছেন শেখ হাসিনা, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। এদিকে, দ্বাদশ নির্বাচন যতই ঘনিয়ে আসছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি একের পর এক সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে রাজপথ তাদের দখলে রাখছে। এমনকি জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অবস্থানের মাধ্যমে কর্মসূচী পালন করে। এসময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এমমকি বিএনপি জামায়াত শিবিরের নৈরাজ্য ঠেকাতে সাংসদ শামীম ওসমানের অনুগামী নেতৃনৃন্দ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিলেও কেন্দ্রীয় নির্দেশনা পালনে মাঠে দেখা যায়নি জেলা আওয়ামীলীগের পদ পদবী দখলে থাকা অনেক প্রভাবশালী নেতৃবৃন্দকে। এ অবস্থায় নারায়ণগঞ্জবাসীর মনে প্রশ্ন উঠেছে নারায়নগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি কি সাংসদ শামীম ওসমানই জড়িত? এব্যাপারে নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাইয়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা