আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:০৭

আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম আ’লীগকে শক্তিশালী করতে হবে

ডান্ডিবার্তা | ০১ আগস্ট, ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জসহ সারা দেশের আওামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। গতকাল সোমবার বিকেলে নগরীর খানপুর হসপিটাল রোডে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই আহ্বান জানান। বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমাদের এখন সব সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমাদের নিজেদের কৃতকর্মের কারণে সংগঠনকে শক্তিশালী করতে পারি না। এক হতে হবে আমাদের। আমাদের সক্ষমতা আমাদের মর্যাদা আমাদের সম্মান আজ বিশ্ব দরবারে তুলে ধরেছেন শেখ হাসিনা। আমরা যদি ঠিক থাকি ঐক্যবদ্ধ থাকি আমাদের হারানোর শক্তি কারো নেই, বিএনপি জামায়াত তো দূরের কথা।’ তিনি বলেন, ‘একদিনে আমরা শান্তি সমাবেশ করেছি তাই বাংলাদেশে তারা কোথাও নাশকতা করতে পারেনি। একদিনের অবরোধ দিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ককটেল নিক্ষেপ করেছে। বাসে আগুন দিয়েছে ট্রাকে আগুন দিয়েছে। এর নাম কি রাজনীতি এর নাম কি আন্দোলন? এর নাম সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাস।’ বাংলাদেশ আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা আরও বলেন, এ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখন সবচেয়ে জনপ্রিয় নেতা জননেত্রী শেখ হাসিনা। যুদ্ধাপরাধীরা এখনও বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়। এরা কারা এরা বিএনপি। তারা স্বৈরাচারী শক্তি, তারা দেশবিরোধী শক্তি। তারা খুনি। দেশকে পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা এখনো বন্ধ হয়নি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, আড়াইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পুরষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এমপি নির্বাচন ব্যপার না মন্তব্য করে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান। শামীম ওসমান বলেছেন, ‘এমপি ইলেকশন করবো কি না, সেটা আমার কাছে কোন ব্যপার না। আমার কাছে ব্যাপার শেখ হাসিনাকে আমার ক্ষমতায় আনতে হবে; বাংলাদেশকে বাঁচানোর জন্য। ‘ এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। সম্মেলনে শামীম ওসমান বলেন, কবে যে এই দেশটা ভালো হবে, কবে এই দেশটা ওই শকুনদের হাত থেকে রক্ষা পাবে সেটা বুঝতে পারছি না। ওই শকুনরা আবারো মাথাচারা দিয়ে এসেছে। এই মাতৃভূমিকে তারা আবারো হত্যা করতে চায়। এই মাতৃভূমিকে হত্যা করতে হলে যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো, সেভাবে শেখ হাসিনাকেও হত্যা করতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা আমাদের আপনাদের বাচ্চাদের ভবিষ্যত। তিনি বলেন, ওরা একটি মরণ কামড় দিবে। এই কামড়টা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য না, ওরা নির্বাচনটাকে বন্ধ করতে চায়। কারণ ওরা জানে, নির্বাচন করে ওরা ক্ষমতায় আসতে পারবে না। অনেকে অনেক কিছু বলেন, সময় মতো তাদের পাওয়া যাবে না। ত্যাগিরা মনে অনেক কষ্ট নিয়ে বসে আছে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকার সময়, এছাড়া আমাদের কোন পথ নাই। তিনি আরও বলেন, সামনে কঠিন সময় আসছে এবং আঘাত করা হবে। নারায়ণগঞ্জ তৈরি হন। কে কি করবে আমরা জানি না। আমরা নারায়ণগঞ্জ, আমাদের তৈরি হতে হবে। আমেরিকার মাটিতে এক-দেড়’শ থাকার পরেও ছাড় দেই নাই, বাংলাদেশে কি ছাড় দিবো। বয়স যাই হইসে, এখন আর চিন্তা করি না। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা