
ডান্ডিবার্তা রিপোর্ট আন্দোলনের দিন রাজপথে না থাকলেও এর প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছেন রথিমহারথি বিএনপির নেতারা। সিদ্ধিরগঞ্জ থানা এলাকাটি জেলা বিএনপির আওতাধীন। সেই সাইনবোর্ড এলাকা থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পার্শ্ব পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকা। এই এলাকার বাসিন্দাও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহামুদ, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল হাই রাজু সহ বহুল আলোচিত বিএনপি নেতারা। গত রবিবার সেই সিদ্ধিরগঞ্জ এলাকার শিমরাইল গিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে ব্যাপক পুলিশি হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়র প্রধান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান সহ বেশকজন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তারও করে। সাখাওয়াত, আনোয়ার প্রধান ও সাগর প্রধানকে বেদম প্রহার করে পুলিশ। পুলিশের লাঠিচার্জ ও টানাহেছড়ায় সাখাওয়াত বেশকবার মাটিতে লুটিয়ে পড়ে যান। অমানবিক নির্যাতনের শিকার হোন তিনি। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ কান টিপু সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হোন। ওইদিন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ছাড়া জেলা বিএনপির আর কোনো শীর্ষ নেতাদের ছায়াও দেখা যায়নি। ঢাকাতেও কেন্দ্রীয় নেতাদের উপর পুলিশের এমন নির্মম অত্যাচার চলে। যার দরুণ সারাদেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি দেয় কেন্দ্রীয় বিএনপি। এমন পরিস্থিতিতে ভিন্ন চিত্র দেখা গেলো জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে। ২৯ জুলাই অবস্থান ধর্মঘট কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ জেলার রথিমহারথি অনেক নেতাদের দেখা যায়নি। অথচ ৩১ জুলাই জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে সেইসব রথি মহারথি নেতাদের দেখা গেলো। আন্দোলনের দিন এসি রুসে, প্রতিবাদে সভায় বক্তৃতায় সোচ্চার! জানাগেছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচিন অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের পাসপোর্ট অফিসের সামনে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির এই প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমকে দেখা গেছে। এসব নেতাদের কেউই সেদিন গত রবিবার অবস্থান কর্মসূচিতে ছিলেন না। অথচ ওইসব আন্দোলনে নির্যাতনের শিকার হওয়ায় ঘোষিত প্রতিবাদ সমাবেশে এসে ঝাঁঝালো বক্তৃতা দিয়েছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯