
ডান্ডিবার্তা রিপোর্ট নারী কল্যাণ সংস্থার আয়োজনে গতকাল সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ ও করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওর্য়াক এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালায় বক্তব্য রাখেন, নারী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও মানবাধিকার সংস্থার জেলার সভাপতি আলহাজ¦ ফয়েজউদ্দিন আহম্মেদ লাভলু। কর্মশালায় তামাকজাত দ্রব্যের ভয়াবহ ক্ষতিকর দিক নিয়ে বক্তব্য রাখেন, ডব্লিউ বি বি ট্রাস্টের বিশেষ প্রতিনিধি অনন্যা রাহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস আঞ্জুমানয়ারা, গ্রীন ফর পিস এর চেয়ারম্যান আরিফ মিহির, নারী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রাহিমা আক্তার লিজা, নাসিক কাউন্সিলর মিসেস মনোয়ার বেগম, প্রভাত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি প্রদিপ কুমার দাস, মাতৃছায়া এনজিও’র সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন লিটন। জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মোঃ শাকির হোসেন প্রমুখ। কর্মশালায় বক্তারা শুধু প্রকাশ্যে নয়, সব জায়গায় ধূমপান নিষিদ্ধ করা সহ প্রত্যেক অভিভাবকের নিকট আহবান জানিয়ে বলেন, তাদের স্কুল ও কলেজ পড়–য়া ধূমপান করা ছেলে-মেয়েদের ঘরে ঢুকতে না দেয়া, ২/৩ দিনের জন্য বাড়ি থেকে বের করে দেয়া ও ছাত্র-ছাত্রীদের টিচার রাখা বন্ধ করে দেয়া। তা হলে হয়তো তারা আর ধূমপান করবেনা। কর্মশালায় ধুমপান মুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯