আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:১৬

সড়ক দখল করে জেলা বিএনপির সমাবেশ

ডান্ডিবার্তা | ০১ আগস্ট, ২০২৩ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের দিন আশানুরূপ নেতাকর্মী না থাকলেও দুইদিনের ব্যবধানে এবার সড়ক দখল করে সমাবেশ করেছে। গতকাল সোমবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড়ে ওই সমাবেশ আয়োজন করে জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আাড়াইহাজারের সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, আড়াইহাজার বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া প্রমুখ। সমাবেশের কারণে লিংক রোডের পূর্ব অংশে যান চলাচল বন্ধ ছিল। প্রায় এক ঘণ্টা সমাবেশ চললেও সেখানে ছিল কোন পুলিশ। অথচ সমাবেশে থাকা অনেকেই ছিল পুলিশের মামলার আসামী। সংঘর্ষের ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামী করা হয়েছে। মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ও তার দুই ছেলে কাউন্সিলর সাদরিল, কৃষক দল নেতা রিফাতকেও এজাহারভুক্ত করা হয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরেরও নামও রয়েছে এজাহারে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মুমিনুল হক বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। এতে ঘটনাস্থল থেকে আটক ৭ জন সহ ২৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামী করা হয়েছে। মামলার আসামিরা হলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান (৪৭), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মোঃ জসিম উদ্দিন (৪০), সিদ্ধিরগঞ্জ থানা ২নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোঃ ফারুক (৪৫), মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান (৪২), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইউসুফ আলী (৬০), গজারিয়া থানা ছাত্রদলের সভাপতি মাহাদী ইসলাম বাবু (৩৫), মুন্সিগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম (৩৪), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম (৫৮), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল (৪০), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন (৪৫), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন স্বাধীন (৪৭), জামায়াতে ইসলামের সদস্য জয়নাল আবেদীন ফারুক (৩৮), সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপির মোহাম্মদ আলী, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ সুবেদ আলী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ (৩৫), সিদ্ধিরগঞ্জ থানা যুব দল সদস্য আনোয়ার হোসেন সানি (৩৮), জাকির হোসেন (৪৫), মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিবুর রহমান সাগর (৩৬), আতিক টেম্পু আতিক (৪২), মোঃ আতিকুর রহমান প্রধান (২৩), কামরুল হাসান সেন্টু (৪০), জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ রিফাত (৩০)। মামলার অভিযোগসূত্রে জানা যায়, বেআইনী জনতাবদ্ধে সরকারী কাজে বাধা প্রদান, অন্যায় ভাবে বল প্রয়োগ, পুলিশকে আঘাত করে হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর জখম করত বিস্ফোরণ ঘটানো ও হুকুম প্রদানের অপরাধ আনা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশের উপর হামলা ও নাশকতার অভিযোগে দুপুরে থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে জড়ো হতে চাইলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ অন্তত ৩০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এসময় বিএনপির পাঁচ নেতাকে আটক করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা