
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিগত ৭ বছরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নদী দখল ও ভরাট, সরকারি খাস সম্পত্তি দখল ও ভরাট, জোরপূর্বক কৃষি জমি দখল ও ভরাট, ফোরশোর ল্যান্ড দখল ও ভরাট, নিরীহ মানুষের জমি জাল দলিল তৈরী করে জোরপূর্বক দখল, গার্মেন্টস এর মালামাল ডাকাতিসহ মাদক বানিজ্য নিয়ন্ত্রণ করে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হতে পাহাড় সমান দুর্নীতি ও অনিয়ম করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়ে নামে বেনামে করেছেন অবৈধ সম্পত্তির পাহাড়। এমনকি প্রায় ৫ শত কোটি টাকা অবৈধভাবে পাচার করেছে দুবাই, সৌদি আরব ও কানাডাসহ বিভিন্ন রাষ্ট্রে। ৫ শত টাকা আয়: মাত্র ১২ বছর পূর্বে ইউপি চেয়ারম্যান নির্বাচনে পরাজিত হয়ে ঋণে জর্জরিত ছিলেন মাসুম। বর্তমানে ও পূর্বে তেমন কোন বৈধ ব্যবসাও ছিলো না। সম্পদ বলতে তেমন কিছুই ছিল না। ইঞ্জিনিয়ারের ভূয়া ও জাল সার্টিফিকেট দিয়ে কোন কাজও পাচ্ছিল না। ক্রিকেট খেলে ৫ শত টাকা আয় করে সংসার চালিয়েছে কথিত ইঞ্জিনিয়ার মাসুম। ৭ বছর পূর্বে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মাসুম। চেয়ারম্যান নির্বাচিত হয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায় মাসুম। ক্ষমতার চরম অপব্যবহার করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের পক্ষে শিল্পনগরী মেঘনা এলাকার মেঘনা নদী দখল করে জোরপূর্বক ভরাট করে হাতিয়েছেন কোটি কোটি টাকা, শুধু নদী দখল করেই ক্ষান্ত হননি, নদীর পাড় দখল ও ভরাট করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন ইঞ্জিনিয়ার মাসুম। সোনারগাঁওয়ের পিরোজপুর ইউপির সকল সরকারি খাস জমি ও ফোরশোর ল্যান্ড ভূক্ত জমি শিল্প প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে দখল ও ভরাট করেন এই গুনধর। শিল্প প্রতিষ্ঠানের পক্ষে নিরীহ মানুষের হাজার একর বাড়ি ও কৃষি জমি জোরপূর্বক দখল করেও হাতিয়েছেন কোটি কোটি টাকা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা এলাকায় গাড়ি থামিয়ে গার্মেন্টস এর মালামাল ডাকাতির পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রন করেন ইঞ্জিনিয়ার মাসুম। ইঞ্জিনিয়ার মাসুমের ভাইকে দিয়ে পুরো পিরোজপুর ইউনিয়নসহ পুরো নারায়নগঞ্জে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেও হাতিয়েছেন কোটি কোটি টাকা, এমনকি তার ছোট ভাই অতিরিক্ত মাদক সেবনে মারা যায়। এভাবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে মাত্র ৭ বছরে অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন ইঞ্জিনিয়ার মাসুম। বর্তমানে পিরোজপুর ইউপি চেয়ারম্যানের পাশাপাশি হাতিয়েছেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি পদও। নারায়নগঞ্জের এক প্রভাবশালী এমপির আশির্বাদ পুষ্ট হয়ে ওই এমপির নাম ভাঙ্গিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইঞ্জিনিয়ার মাসুম। এছাড়াও উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন ও পুলিশের সাথেও গভীর সু-সম্পর্ক এই গুনধরের। ইঞ্জিনিয়ার মাসুমের চরম অনিয়ম ও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও সোনারগাঁও থানা, পুলিশ সুপার কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে একাধিক বার লিখিত ও মৌখিক অভিযোগ দিয়ে কোন প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে বিগত ৩ মে ২০২৩ ইং তারিখে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও, ছয়হিস্যাসহ প্রায় ৫টি গ্রামের অন্তত কয়েক হাজার একর কৃষি জমি অবৈধভাবে দখল ও ভরাটের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বিরুদ্ধে মানববন্ধন করেছে জমির মালিক ও স্হানীয় এলাকাবাসী। জীবন-জীবিকার একমাত্র অবলম্বন কৃষি জমি ও বসতবাড়ি হারানোর আশংকায় ফসলি জমিতে এ মানববন্ধন করে এলাকাবাসী। উক্ত মানববন্ধনের ব্যানারে উল্লেখ করা হয়, মেঘনা গ্রুপের ভাড়াটে সন্ত্রাসী ভূমিদস্যু মাসুম চেয়ারম্যান কর্তৃক ফসলী জমি ভরাটের প্রতিবাদে জমির মালিক ও এলাকাবাসীর মানববন্ধন। উক্ত মানববন্ধনে এলাকাবাসী বলেন, উচ্চ আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভূমিদস্যুতা চালিয়ে যাচ্ছেন স্থানীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। ইতোমধ্যেই পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও, ছয়হিস্যা, জৈনপুর, ভবনাথপুর ও ভাটিবন্দর গ্রামের কয়েক হাজার একর কৃষি জমি অবৈধভাবে দখল করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। চেয়ারম্যানের ক্যাডাররা এলাকায় পাহারা বসিয়েছে, প্রতিনিয়ত সশস্ত্র মহড়া দিচ্ছে। যে কারণে ভয়ে দিন কাটছে প্রামবাসীদের। প্রতিবাদের চেষ্টা করলে ভয়ভীতি দেখানোসহ হুমকী ধামকি দিচ্ছে। ইঞ্জিনিয়ার মাসুমের ঢাকার কমলাপুর কবি জসিমউদদীন রোডে প্রায় ৬ কাঠা জমির উপর ৪ তলা বিল্ডিং যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা, ঢাকা শান্তি নগরে আল রহমানিয়া প্লাজায় একটি ৩ হাজার স্কয়ার ফুটের একটি ফ্ল্যাট যার বাজার মূল্য ৫ কোটি টাকা, এছাড়া ইঞ্জিনিয়ার মাসুম ও তার পরিবারের নামে ঢাকায় আরো ১৫ টি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে, যাহার বাজার মূল্য প্রায় ২০০ কোটি টাকা, সোনারগাঁও পৌরসভার যাদুঘর রোডের ইছাপাড়া এলাকায় ১১ শতাংশ ও ৭ শতাংশের দুটি বাড়ি যাহার বাজার মূল্য ৫ কোটি টাকা, চিলারবাগ এলাকায় ১৮ শতাংশের উপর বাড়ি যাহার বাজার মূল্য ৬ কোটি টাকা, সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার কাজী ফজলুল হক ইউমেন্স কলেজের সামনে হাবিবপুর মৌজায় ১২ শতাংশ জমি যাহার বাজার মূল্য ৩ কোটি টাকা, সোনারগাঁ উপজেলার মেঘনার কাদিরগঞ্জ এলাকায় প্রায় ১০ কাঠা জমির উপর ৬ তলার একটি রাজকীয় বাড়ি ও ৫ কাঠা জমির উপর ৪ তলার ৩ টি বাড়ি যাহার বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা, এছাড়াও সোনারগাঁ উপজেলার মেঘনা ঝাউচর, কাদিরগঞ্জ, চর রমজান সোনাউল্লাহ ও প্রতাবের চর এলাকায় কমপক্ষে আরো ৪০ টি বাড়ি যাহার বাজার মূল্য ১০০ কোটি টাকা, এছাড়াও পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, কান্দারগাঁও, ছয়হিস্যা, জৈনপুর, ভবনাথপুর ও ভাটিবন্দর ও গুদারাঘাট ও আশেপাশের এলাকায় প্রায় ৩০০ বিঘা জমির মালিক যাহার বাজার মূল্য ৪০০ কোটি টাকা, এছাড়াও কক্সবাজারে জমি ও হোটেল, ঢাকার বাহিরে আরো ৩০০ কোটি টাকার সম্পত্তির মালিক এই ইঞ্জিনিয়ার মাসুম। ইঞ্জিনিয়ার মাসুম অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে আয় করা প্রায় ৫ শত কোটি টাকা বিভিন্ন রাষ্ট্রে হুন্ডির মাধ্যমে পাচার করেছেন। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে আয় করা টাকা অবৈধভাবে পাচার করে দুবাই, সৌদি আরব ও কানাডায় কিনেছেন একাধিক বাড়ি ও সম্পত্তি বলে নিশ্চিত করেছেন তার এক নিকটাত্মীয়। ইঞ্জিনিয়ার মাসুমের কোন বৈধ ব্যবসা নাই। এমনকি হাজার কোটি টাকার মালিক হলেও নেই কোন শিল্প প্রতিষ্ঠান ও গ্রুপ অব কোম্পানি। শুধু মাত্র ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি পদ ব্যবহার করে দুর্নীতি ও অনিয়ম করে মাত্র কয়েক বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি। এক আইনজীবীর পরামর্শে মোটা অংকের উৎকোচ দিয়ে আয়কর ফাইলে অবৈধ টাকা বৈধ করার অপচেষ্টা করেছেন চেয়ারম্যান মাসুম। কিন্তু চেয়ারম্যান মাসুমের আয়কর ফাইলটি অডিট করলে তার সকল দুর্নীতি ও অনিয়ম প্রকাশ পাবে। অভিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুমের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯