আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৪

বিএনপি নেতার চোখে গুলির আর্ন্তজাতিকভাবে তদন্ত দাবি

ডান্ডিবার্তা | ০২ আগস্ট, ২০২৩ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বাম চোখে কোন কিছুই দেখতে পাচ্ছেন না। ডান চোখে ল্যাসিক করা হলেও এখন পর্যন্ত সেটিও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। গতকাল মঙ্গলবার বিকালে ঢাকার বনানী আই হসপিটালে তার চোখের দ্বিতীয় দফায় অপারেশন সম্পন্ন হয়েছে। টিটুর বাম চোখে থেকে একটি স্প্রিন্টার বের করা হয়েছে। এই চোখে আরও দুটি স্প্রিন্টার রয়ে গেছে। ডান চোখে প্রথম দফায় ল্যাসিক অপারেশন করা হয়েছে। এর আগে সোমবারও একটি অপারেশন হয়েছে তার। এদিকে বিএনপি নেতা টিটুর চোখে গুলি নিয়ে আর্ন্তজাতিক তদন্ত চেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তিনি গতকাল মঙ্গলবার বিকালে মুঠোফোনে বলেন, আমি টিটু যেখানে অপারেশন হচ্ছে সেই হাসপাতালেই আছি। টিটুর দুটি চোখ মনে হয় নষ্টের পথে। সে বাম চোখে দেখছেই না। আর ডান চোখে ঝাপসা দেখছে। তার বাম চোখ থেকে শুনলাম একটি স্প্রিন্টার বের করা হয়েছে। চোখে জমে থাকা রক্ত বের করা হয়েছে। আরও অপারেশন বাকি রয়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন, গত শনিবার আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সিদ্ধিরগঞ্জে ডাচ বাংলা ব্যাংকের মোড়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচী পালন করছিলাম। সেইখানে বিনা উস্কানিতে নারায়ণগঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তার নির্দেশে আমাদের ওপর গুলি করা হয়। সেখানেই বিএনপি নেতা টিটুর চোখে গুলি লাগে। পুলিশ কতৃক এ গুলির প্রমানপত্র আমার কেন্দ্রীয় বিএনপি নেতাদের কাছে জমা দিয়েছি। এগুলো আর্ন্তজাতিক তদন্ত দাবি করা হচ্ছে। কারণ এখানে কোন তদন্ত ও বিচার হচ্ছেনা। প্রসঙ্গত এর আগে গত শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডাচ বাংলা মোড়ে দলের কেন্দ্র ঘোষিত ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচী পালনের জন্য উপস্থিত হলে বিএনপি নেতাদের মূল সড়কে উঠতে বাধা দেয় পুলিশ। এসময় বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ ও পরে বিএনপি নেতারা ইটপাটকেল ছুড়লে গুলি করে পুলিশ। এতে ছিটা গুলির স্প্রিন্টার গিয়ে লাগে টিটুর দুই চোখে। পরে গুরুত্বর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। এ ঘটনায় পরদিন গত রবিবার সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল হক বাদী হয়ে ২৩ বিএনপি নেতার নাম উল্লেখ করে ৪০০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার দেখানো হয় ৭ জনকে। এ বিষয়ে টিটুর স্ত্রী আফরোজা ইসলাম জানান, এই অপারেশনগুলো শেষ নয়। আরও অপারেশন হবে। মূলত আমার স্বামী এখন চোখে দেখতে পাচ্ছে না। এ দেশে বিচার পাব কিনা জানি না। তবে আমি এ বিচারের জন্য আর্ন্তজাতিক সংস্থার কাছে প্রমানপত্র নিয়ে হাজির হব। আমি আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা