আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | ভোর ৫:৩৮

তারেক-জোবায়দার বিরুদ্ধে রায়ে ক্ষুব্ধ না’গঞ্জ বিএনপি

ডান্ডিবার্তা | ০৩ আগস্ট, ২০২৩ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনী ডা. জোবদায় রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিএনপি নেতারা ক্ষিপ্ত ও সোচ্চার। এ রায়কে বিএনপি নেতারার প্রত্যাখান করে সভা সমাবেশ বিক্ষোভ মিছিল ও বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, জনগনের জনপ্রিয়তায় ভীত হয়ে আদালত এ রায় ঘোষণা করেছে সরকারের নির্দেশে। স্বাধীনতা হারিয়ে এখন সরকারের নির্দেশে রায় গিয়ে গ্রহণযোগ্যতা হারানোর পথে বিচার বিভাগ। এ রায় জনগন মানেনা। জনগনের রায়ে তিনি এখন দেশের মানুষের হৃদয়ে আছেন। গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। এর আগে বিকেলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুটি অভিযোগে নয় বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছর কারাদ- দিয়েছেন আদালত। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এ রায় দেন। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬ (২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদ- দেওয়া হয়। এছাড়া তাকে তিন কোটি টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদ- দেওয়া হয়েছে। অপরদিকে জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদ- দেন আদালত। এছাড়া তাকে জরিমানা ৩৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদ- দেওয়া হয়েছে। এছাড়া তারেকের দুই কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রীয় অনুকূল বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। দেশনেতা তারেক রহমান ও ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় রায়ের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কর্মী কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, এই টায় যে ফরমায়েশি রায় তা জনগনের বুঝতে বাকি নেই। দেশের জনগন ঘৃণাভরে এ রায় প্রত্যাখ্যান করেছেন। সরকার ক্ষমতা হারানোর ভয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাকে রাজপথে দমাতে না পেরে এ রায় দিয়ে থামানোর চেষ্টা করছে। জনগনকে সাথে নিয়ে এর জবাব দেয়া হবে, ইনশাল্লাহ। দুর্নীতির মামলায় তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতের রায়ের বিরোধিতা করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল। দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদ- দিয়েছেন ঢাকার একটি আদালত। তাই এই রায়ের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মহানগরের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল। আদালতের এই রায় বাতিলের দাবি জানিয়ে তিনি এক ক্ষুদে বার্তায় বলেছেন, সরকার তারেক রহমানের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তার উপর এই রায় চাপিয়ে দিয়েছেন। এসবের মাধ্যমে তারেক রহমানকে দুর্বল করা যাবে না। দেশের মানুষ তার সাথে আছে। এই রায় কেউ মেনে নিবে না। তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার বিরুদ্ধে যেই রায় আদালত দিয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এটি বাতিলের দাবি করছি। নইলে আগামীতে এর প্রতিবাদে রাজপথে কঠোর আন্দোলন করা হবে। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সরকারের এই ফরমায়েশি রায় আমরা মানিনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সরকারের ক্যাঙ্গারু বোর্টেও দেয়া এই মিথ্যা রায় আমরা ঘৃনাভরে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়ে সরকারবিরোধী আন্দোলনকে থামানো যাবে না। বিএনপির একটি নেতাকর্মীও আন্দোলন থেকে পিছপা হবে না। দেশের মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করে তারেক রহমানকে বীরের বেশে এদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এই অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানিনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা.জোবায়দা রহমানের সাজার রায়ের প্রতিবাদে যে কোনো কর্মসূচি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা রাজপথে পালন করবে। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে আড়াইহাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময়ে অসুস্থ অবস্থায় ভাঙ্গা পা নিয়েও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু আড়াইহাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের কারাদ- আদেশের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং প্রত্যাহারের দাবি জানান। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে আদালতকে ব্যবহার করে সরকার দেশের জনপ্রিয় নেতা তারেক রহমানকে ও তার নেতাকর্মীদের দমাতে চায়। এটি একেবারে অসম্ভব। পতন এসব ফরমায়েশি দায় দিয়ে ও দুদক আদালতকে ব্যবহার করে আর ঠেকানো যাবেনা। জনগন জেগে উঠেছে। এ রায়ের জবাব জনগন রাজপথে দেবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে যে কারাদ- আদেশ দেওয়া হয়েছে তা আমরা ঘৃণাভাবে প্রত্যাখান করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের একটি মামলা কারাদ- আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এক বিবৃতিতে নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ও তার সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুদকের একটি মিথ্যা মামলায় কারাদ- দেয়া হয়েছে। এসকল মিথ্যা মামলায় কারাদ- দিয়ে জিয়া পরিবারের সুনামকে বিনষ্ট করা যাবেনা। সরকার তারেক রহমানের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তার ও তার সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের মিথ্যা মামলায় কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা