আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | ভোর ৫:৩১

না’গঞ্জে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট

ডান্ডিবার্তা | ০৪ আগস্ট, ২০২৩ | ১২:১৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রাজধানী ঢাকার লগোয়া জেলা হিসেবে প্রাচ্যের ডান্ডি শিল্প ও বাণিজ্যের নগরী নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ ক্রমশই বাড়তে শুরু করেছে। চলতি মাসেই নারায়ণগঞ্জের দু’টি প্রধান হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন অর্ধশতাধিক ডেঙ্গু রোগী। গত ১৮ জুলাই নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া অত্র হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার এন্টিজেন টেস্টের কীট সঙ্কট দেখা দিয়েছে। এদিকে নারায়ণগঞ্জের দু’টি হাসপাতালে অদ্যাবধি কোন ডেঙ্গু রোগী মৃত্যুবরণ না করলেও গত ১৪ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরটিভি অনলাইন বিভাগের শিফট ইনচার্জ সাংবাদিক আবুল হাসানের সাড়ে ৫ বছরের ছেলে নারায়ণগঞ্জের আইডিয়াল স্কুলের শিক্ষার্থী তাশফিন আহনাফ। শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, গত ২৪ ঘন্টায় অত্র হাসপাতালে ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত অত্র হাসপাতালে ২৪ জন রোগী ভর্তি রয়েছেন। গত ১৩ জুন থেকে অদ্যাবধি ৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তবে অত্র হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী মারা যায়নি। প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন রোগী আমাদের হাসপাতালে ডেঙ্গুর এন্টিজেন টেস্ট করাতে আসছে। বর্তমানে আমাদের কাছে ডেঙ্গুর এন্টিজেন টেস্টের কীট সংকট রয়েছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের চাহিদা প্রেরণ করেছি। নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আরএমও এস কে ফরহাদ জানান, বর্তমানে অত্র হাসপাতালে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ২০ জন। চলতি বছরে ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় আমরা অত্র হাসপাতালে শয্যাও বৃদ্ধি করেছি। বর্তমানে পুরুষ ওয়ার্ডে ১০ জন ও মহিলা ওয়ার্ডে ১০ জনের শয্যা প্রস্তুত রয়েছে। প্রতিদিন ৩০ থেকে ৪০ জন রোগী আমাদের হাসপাতালে ডেঙ্গুর এন্টিজেন টেস্ট করাতে আসছে। আমাদের কাছে ডেঙ্গুর এন্টিজেন টেস্টের পর্যাপ্ত কীট রয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা জানান, ডেঙ্গু প্রতিরোধে আমরা বিভিন্ন বসতবাড়ি, বহুতল ভবন ও মার্কেটে অভিযান পরিচালনা করছি। কোন বসতবাড়ি, বহুতল ভবন ও মার্কেটে যদি ডেঙ্গু মশার প্রজনন স্থল পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি সবগুলো ওয়ার্ডেই মশক নির্ধন কর্মসূচী পালিত হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা