
ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের প্রত্যেকটি নেতাকর্মী এমন মানসিক চাপে আছে যেমনিভাবে শারীরিক নির্যাতনে শিকার তেমনি মানসিক চাপে রয়েছে। বাসায় বসে থাকলেও তার নামে মামলা হয়। প্রতিনিয়ত পুলিশি আক্রমণ এবং আতঙ্কের মধ্যে থাকতে হয়। মানসিকভাবে তারা এমনভাবে বিপর্যস্ত আমাদের নেতাকর্মী কখন কে পৃথিবী ছেড়ে চলে যাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। মাহমুদ সে ধরনেরই পরিস্থিতির শিকার হয়েছেন। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাহমুদ হোসেনের পরিবারের সদস্যদের সমবেদন জানাতে এসে তিনি এসব কথা বলেন। গত ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণ করতে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। রুহুল কবির রিজভী বলেন, মাহমুদের নামে মামলা রয়েছে। কিন্তু সে এতই নিবেদিত ছিল কখনও কর্মসূচি থেকে বিরত থাকতো না। যার কারণে অসুস্থ অবস্থায়ই কর্মসূচিতে যোগ দিয়েছে। ঢাকার সমাবেশস্থলে গিয়ে স্লোগান দিতে দিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই বেদনাবিদুর ঘটনায় শোক জানানোর ভাষা আমাদের নেই। তার মতো নিবেদিত নেতাকর্মীরা আছে বলেই জাতীয়তাবাদী শক্তি টিকে আছে। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা আজকে উজ্জীবিত। তাই পুলিশের বুলেটকে বুকে ধারণ করে আওয়ামী লীগের পান্ডাদের লাঠি অস্ত্রের কোপ খেয়ে তারা দাঁড়িয়ে আছে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য। সেরকমই একজন কর্মী ছিলেন মাহমুদ। তিনি শেষ দিন পর্যন্ত দলের কর্মসূচি পালন করেছেন। একদিকে যেমন শোক আরেকদিকে গোটা দেশের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেছেন মাহমুদ। কিভাবে নিজের অসুস্থতা নিয়েও দলের কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয় তা শিখিয়েছেন। শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় অঙ্গীকারের ভাষা মৃত্যুর মধ্য দিয়ে গোটা দেশের নেতাকর্মীদের দিয়েছন। আমরা তার আত্মত্যাগে যেমন কষ্ট পাচ্ছি তেমনিভাবে আবার ঘুরে দাঁড়ানোর প্রেরণা পাচ্ছি। রিজভী বলেন, এই দলের যিনি প্রধান তিনি গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে। এই দলের জনপ্রিয় নেতা যিনি গোটা দেশকে ঐক্যবদ্ধ করেছেন গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে তার বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হচ্ছে। গত দুইদিন আগে তিনি এবং তার সহধর্মিণী যিনি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নন দেশের একজন খ্যাতিমান চিকিৎসক তার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। যাতে তিনি দেশে ফিরে না আসতে পারেন মানসিকভাবে বিপর্যস্ত হন। তিনি আরও বলেন, সরকার অশুভ উদ্দেশ্যে এসমস্ত সাজাগুলো দিয়েছে। কিন্তু এতে কোনো লাভ হয় নাই কেউ দমে যায়নি। আমাদের নেত্রী বন্দি কিন্তু তার গণতন্ত্র পুনরুদ্ধারের আওয়াজ এটা আজও আমাদের উদ্বুদ্ধ করে। দেশনায়ক তারেক রহমান লন্ডন থেকে যেভাবে সুসংগঠিত করছেন প্রযুক্তির মাধ্যমে তার কণ্ঠ তার নির্দেশ তার আহ্বান শুনতে পাচ্ছি। জোবায়দা রহমানের বিরুদ্ধে রায় প্রসঙ্গে রিজভী বলেন, ভদ্রমহিলা সারাদেশে সজ্জন এবং প্রখ্যাত চিকিৎসক হিসেবে মানুষের সেবা করছেন। তিনি একজন বিখ্যাত পরিবারের সন্তান। তিনি একজন বিখ্যাত পরিবারের পুত্রবধূ। শুধুমাত্র হেয় করার জন্য সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগগুলো দেয়া হয়েছে তার একটি অভিযোগও সত্য নয়। মাত্র এক মাসের মধ্যে সাক্ষী জোগাড় করে দ্রুতগতিতে রায় ঘোষণা করেছে। অথচ কত মামলা রয়েছে। সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা দিয়েছে। সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবেন না উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে তারপর নির্বাচন করবে বিএনপি। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ওই নির্বাচন হবে না ওটা হবে নিশি রাতের নির্বাচন অথবা অন্য কোনো নির্বাচন। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাহমুদুর রহমান সুমন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান, মহানগর বিএনপির সদস্য ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর বিএনপিরর যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মহিলা দল নেত্রী দিপা হাশেম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯