আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১৪

উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিবেন: মন্ত্রী গাজী

ডান্ডিবার্তা | ০৬ আগস্ট, ২০২৩ | ১২:২৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আপনারা দেশের উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এতো উন্নয়ন হয়েছে। দেশের এ উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করবেন। গতকাল শনিবার কর্মসুচির চতুর্থ দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভুলতা ইউনিয়নের সোনাবো, পাচাইখা, মর্তুজাবাদ, ভায়েলা, মাঝিপাড়া, পাড়াগাঁও, মাছুমাবাদ, হাটাবো ও আতলাশপুরসহ বিভিন্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবসার আলী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক শাহ আলম শিকদার, উপ প্রচার সম্পাদক সামায়ন মোল্লা, ত্রান সম্পাদক বাচ্চু মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ নাজমুল হাসান সবুজ, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল সিকদার, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ ভুইয়া, সাধারণ সম্পাদক ইকবাল শিকদার, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম রুপস, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক লিমন শিকদার, ভুলতা ইউনিয়ন পরিবহন শ্রমিক লীগের সভাপতি রতন মিয়া, ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোবেল ভুইয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মনির হোসেন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ আরো অনেকে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা