আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | ভোর ৫:২৮

সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলা

ডান্ডিবার্তা | ০৭ আগস্ট, ২০২৩ | ৮:৩৮ পূর্বাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি রূপগঞ্জে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হয়েছেন সাংবাদিক বিপ্লব হাসান। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তায় সাংবাদিকের নিজ শীতলক্ষ্যা নামক বাস কাউন্টারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগসূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার গোলাকান্দাইল চৌরাস্তায় শীতলক্ষ্যা নামক বাস কাউন্টারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক বিপ্লব হাসানকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে সন্ত্রাসীরা। এমন কর্মের ন্যায় সঙ্গত কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা তাকে চর-থাপ্পর ও কিল-ঘুষিসহ লাঠি দিয়ে এলোপাথারীভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এ সময় সাংবাদিক বিপ্লব হাসানের আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে অজ্ঞাত সন্ত্রাসীরা পালিয়ে যায়। সাংবাদিক বিপ্লব হাসান জানান, তাকে হামলার আগে যাত্রী বেশে একজন মহিলা আসেন এবং তার সাথে ওই সন্ত্রাসীর একজন আসে এবং উল্টাপাল্টা কথা বলতে থাকে তখন কথার ন্যায় সঙ্গত কারণ জানতে চাইলে তার উপর হামলা করার জন্য আরও তিনটি মোটরসাইকেলে করে ৯জন সন্ত্রাসী এসে দলবদ্ধভাবে হামলা চালায় এবং বলে তুই কাউন্টার চালাবি আমাদের টাকা না দিয়ে। তুই সাংবাদিক বলে কি হবে চাঁদা ছাড়া কাউন্টার চলবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা