আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | ভোর ৫:৩১

না’গঞ্জ আ’লীগকে ঐক্যবদ্ধতার নির্দেশ

ডান্ডিবার্তা | ০৭ আগস্ট, ২০২৩ | ৮:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের নেতাসহ সারাদেশের নেতাদের সাথে বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ স হাসিনা। গতকাল রোববার গনভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌরআওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ থেকেও জেলা-মহানগরের পাশাপাশি প্রতিটি ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক ও নৌকার মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কি বার্তা পেলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এ নিয়ে কথা হয় কয়েকজন নেতার সাথে। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ বাদল বলেন, নির্দেশনা দিয়েছেন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। প্রধানমন্ত্রীর সামনে আমরা শপথ করেছি নারায়ণগঞ্জে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে হয়ে আমরা মাঠে কাজ করবো এবং নৌকার বিজয় সুনিশ্চিত করবো। নারায়ণগঞ্জ ৩ ও ৫ আসনে নৌকা দেওয়ার জন্য নেত্রীকে আগে অবগত করেছি। তবে আজকে আমাদের নারায়ণগঞ্জের বক্তব্য রাখার সুযোগ ছিলো না। সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া বলেন, সামনে কঠিন সময় আসছে নেত্রী আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার নির্দেশ দিয়েছেন। দলকে ক্ষমতায় আসার জন্য সকলকে বিভেদ ভুলে গিয়ে নৌকাকে বিজয়ী নিশ্চিত করতে ঐক্য থাকতে বলেছেন। সেখানে সারাদেশের মতো নারায়ণগঞ্জ থেকে অংশ নিয়েছে ৩০ জন নেতা-কর্মী অংশ নেন। এর মধ্যে অংশ নেন রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। গণভবনে আয়োজিত ওই বৈঠক গতকাল রোববার সকাল থেকে শুরু হয়। চলে বিকাল পর্যন্ত। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষ সভার রুদ্ধদ্বার বৈঠকে দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন দলের নানা সমস্যা নিয়ে। প্রধানমন্ত্রী দেন বিভিন্ন দিক নির্দেশনা। জানা গেছে, প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত দলাদলি, মারামারি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অগোছালো আওয়ামী লীগকে ঘুছিয়ে তোলার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা চলে। তৃণমূল নেতারা দলের কোন্দল ও রেষারেষির কারণসহ বিভিন্ন বিষয় দলীয় প্রধানকে জানান। সভায় নারায়ণগঞ্জ থেকে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু প্রমুখ। এদিকে, বৈঠকে প্রবেশের আগে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, আমাদের একটাই দরকার, সেটা হচ্ছে দলের ভেতর ঐক্য। তবে বিএনপি-জামায়াত আমাদের একটা উপকার করছে তারা যত বেশি রাস্তায় নামবে, আমাদের ঐক্য আরও বেশি সুদৃঢ় হবে। তিনি বলেন, একটা পক্ষ দেশকে বাঁচানোর চেষ্টা করছে জাতির পিতার কন্যার নেতৃত্বে, আরেকটা পক্ষ অতীতের মতো দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। দেশকে বাঁচানোর জন্য করণীয় কী জনগণকে নিয়ে সে বিষয়ে জাতির পিতার কন্যা আমাদের দিকনির্দেশনা দেবেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা