
ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে নিমাই কাশরীর হক প্লাজা সানারপাড় এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে সাধারণ গ্রাহকের কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এই শাখার মালিক আনোয়ার হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন ওই শাখার ইনচার্জ ওমর ফারুক গ্রাহকের ১ কোটি ৩৩ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। এদিকে এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে গ্রাহকরা জমাকৃত টাকা উত্তলনের জন্য এজেন্ট শাখায় এসে জমায়েত হতে থাকে। গ্রাহকরা ব্যাংক হিসাব চেক করে দেখেন অধিকাংশ হিসেবে কোন টাকা জমা হয় নাই। তাদের অভিযোগ এই শাখার মালিক আনোয়ার হোসেন শাখার ইনচার্জ ওমর ফারুকের উপর দোষ চাপালেও এ ঘটনার পর থেকে তিনি নিজেই ঢাকা দিয়েছেন। এজন্ট ব্যাংকিং কেন্দ্রর গ্রাহক মিজানুর রহমান বলেন, আমি বিসাশ্ব করে এই এজেন্ট কেন্দ্র সেভিং একাউন্ট ৩০ লাখ টাকা জমা রেখেছিলাম, এখন দেখি আমার একাউন্টে কোন টাকা জমা নাই। এই গ্রাহক কাঁদো কাঁদো কন্ঠ বলে আমার সব শেষ হয়ে গেছে আমি এখন কি করবো। আমার এতা কষ্টের টাকা কি করে ফেরত পাবো? ও বলে ওখানে যাও সে বলে ওখানে যাও কোথায় গেলে আমার টাকা ফেরত পাবো। এতা দিন ধরে ওরা আমাকে ভূয়া চেক ধরিয়ে দিয়ে টাকা লেনদেন করেছে। নিমাই কাশারী বাসিন্দা বিবি মরিয়ম এই এজন্ট ব্যংকিং কেন্দ্রর এক জন গ্রাহক সে বলে, এই এজেন্ট ব্যাংকিং কেন্দ্রর মালিক আনোয়ার হোসেন এবং ইনচার্জ ওমর ফারুক হোসেন এই দুই জন মিলে আমাদের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এখন ওরা নতুন করে নাটক সাজিয়েছে সে বলে ও টাকা নিয়েছে আর ও বলে টাকা নিয়েছে। এই এজন্ট ব্যাংকিং কেন্দ্রর মালিক এবং ইনচার্জ ওরা দুইজনে আতœীয়। যারা আমাদের টাকা নিয়ে প্রতারণা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং সুষ্ঠ বিচার করা হক। শুধু আমারা টাকা আমার মতো আরো সাধারণ গ্রাহক আছে তাদের টাকা প্রতারণার মধ্যে দিয়ে হাতিয়ে নিয়েছে দুই জনে মিলে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র আরো ভূক্তভোগী শিকার হল, মদিনা ট্যাংক এলাকার বাসিন্দ মো. নায়েব আলী এর ৫ লাখ টাকা, মনু মিয়া এলাকার বাসিন্দ মোসা. নিলুফা ইয়াছমিন এর ৩০ লাখ টাকা, নিমাই কাশারী আরেক বাসিন্দা মোসা, শারমিন আকতারের ২২ লাখ টাকা, পশ্চিম সানারপাড় স্থানীয় বাসিন্দা মোসা, সোলনা বেগমের ৬ লাখ টাকা, পশ্চিম বক্স্র নগরের বাসিন্দা মোসা.ময়না খাতুনের ৫৬ হাজার টাকা, সানারপাড় এলাকার লন্ডন মার্কেট বাসিন্দা মিজানুর রহমানের ৩০ লাখ টাকাসহ আরো সাধারন গ্রাহকের ভুয়া মেসেজ ভূয়া চেকের মধ্যে দিয়ে প্রতারণা করে আনোয়ার হোসেন এবং ওমর ফারুক হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এ বিষয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রর মালিক আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, আমার এজন্ট ব্যাংকিং কেন্দ্রর ইনচার্জ ওমর ফারুককে দায়িত্ব দিয়ে হজ্বে গিয়েছিলাম। আমি হজ্ব থেকে এসে তার কাছে হিসাব চাই সে হিসাব নিয়ে তালবাহনা করে। পরে কয়েকদিন ধরে আফিসে আসে না,তার বাসায় তালা বন্ধ। তাকে খোঁজাখুজি করি, তাকে কোথাও পাওয়া যায়নি তার এই ব্যাপারে গত ৩ আগষ্ট একটি সাধারন ডায়েরী করি। এর কিছু দিন পরে ওমর ফারুকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ১কোটি ৩৩ লাক্ষা টাকার অভিযোগ করি। তাকে ধরার জন্য আমরা সব চেষ্টা করছি। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআাই মো.হুমায়ুন বলেন, এই ব্যাপরে প্রথমে একটি সাধারণ ডায়েরী হয় এবং কিছু দিন পরে আরেক একটি অভিযোগ হয়। তবে অভিযোগর বিষয়টি সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তাফা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রর সাধারন গ্রাহকের টাকা প্রতারণার মাধ্যেমে হাতিয়ে নেওয়ার একটি অভিযোগ আসছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯