
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শহর কেন্দ্রীক রাজনীতিতে একজন যদি ডানে যান অন্যজন বাঁয়ে। তাদের দুজন একই দলের হলেও তাদের মতানৈক্য সবার কাছেই স্পষ্ট। একজন আরেকজনকে ছেড়ে কথা বলতেও দ্বিধা করেন না। তাদের দুজনকে ঘিরেই রয়েছে আলাদা বলয়। বিভক্ত তাদের কর্মী সমর্থকেরা। ওই দুজনের একজন হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অন্যজন হচ্ছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। অনেকের কাছে তারা ভাই-বোন হিসেবেও পরিচিত। তাদেরকে সাধারণ মানুষ একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষ হিসেবেই মনে করেন। এই দুজন জনপ্রতিনিধি আবার দু’দিকে পিছিয়ে আছেন। একজন উন্নয়নে অপরজন রাজনীতিতে। মাঠের মানুষের মতে, ডা. সেলিনা হায়াৎ আইভী এখনও দক্ষ রাজনীতিক হয়ে উঠতে পারেননি। তিনি আপদমস্তক রাজনীতিক নন। তবে, উন্নয়ণের দিক থেকে তিনি অন্যা যেকোনো জনপ্রতিনিধির থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। নানামুখি উন্নয়ণ কর্মকা-ে তিনি সাধারণ মানুষের প্রশংসায় রয়েছেন। উন্নয়ণের স্বার্থে তিনি যে কোনো পদক্ষেপ নিতেও দু’বার ভাবেন না। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, পার্ক, লেক নির্মাণে সাধারণ মানুষের প্রশংসা কুঁড়িয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকা এই মেয়র। তবে, ডা. সেলিনা হায়াৎ আইভী উন্নয়ণে যতটা এগিয়ে আছেন তার থেকেও বহুগুণ পিছিয়ে রয়েছেন রাজনীতির মাঠে। যদিও একটি পক্ষ তাকে কেন্দ্র করে রাজনীতির মাঠে সরব থাকলেও সে সংখ্যা খুব বেশি নয়। এমনকী তিনি রাজনৈতিক কর্মীও সেভাবে সৃষ্টি করতে পারেননি। এখানে তিনি ব্যর্থ বলে মনে করেন অনেকে। তার বলছেন, সেই ২০০৩ সাল থেকে তিনি পৌরসভা পরবর্তীতে সিটি মেয়র হিসেবে অদ্যবধি আছেন। টানা এত বছরে তার কর্মী সংখ্যা অগণিত থাকার কথা থাকলেও হিসেবটা তার বিপরীত। অন্যদিকে রাজনীতির মাঠে অত্যন্ত দক্ষ পরিপক্ব একজন নেতা ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তার কর্মী সংখ্যাও অনেক। স্বল্প নোটিশে অনেক বড় জমায়েত করার নজিরও তিনি স্থাপন করেছেন ইতোপূর্বে। তার এক নির্দেশে অসংখ্য কর্মী সমর্থক রাস্তায় নেমে আসে। তবে, রাজনীতির ক্ষেত্রে তিনি যতটা এগিয়ে রয়েছেন উন্নয়ণের ক্ষেত্রে ঠিক ততটা ভূমিকা রাখতে পারছেন বলেই মাঠের মানুষজন মনে করেন। তারা বলছেন, শামীম ওসমান টানা দুইবারের মত সংসদ সদস্য। কিন্তু দীর্ঘ এই সময়ে তার নির্বাচনী এলাকাতে যতটা উন্নয়ণ কর্মকা- সংঘটিত হওয়ার দরকার ছিল ঠিক ততটা তিনি করতে পারেননি। এখনও তার নির্বাচনী এলাকার রাস্তা-ঘাটের বেহালদশা। পাশাপাশি অনেক এলাকায় জলাবদ্ধতার সমস্যাও প্রকট। কিছু কিছু এলাকাতে ১২ মাসই পানি জমে থাকে রাস্তার উপর। এসব নিয়ে অনেকের মাঝে ক্ষোভ, হতাশা আছে। তবে, রাজনীতিতে শামীম ওসমান পূর্বের থেকে অনেক বেশি দক্ষতা অর্জন করেছেন বেলই মনে করা হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯