আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪৮

হাসপাতালে ডেঙ্গু কিট সংকট ক্লিনিকে ছুটছে রোগীরা

ডান্ডিবার্তা | ১০ আগস্ট, ২০২৩ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলায় ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গুর পরীক্ষা। নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে জ্বর, ঠান্ডা বা ব্যথা সংক্রান্ত যেকোন সমস্যা নিয়ে রোগী গেলেই হাসপাতালের চিকিৎসকরা হাতে ধরিয়ে দিচ্ছে ডেঙ্গুর পরীক্ষার। হাসপাতালে কোন কিট নেই বলে বাহিরের ক্লিনিকগুলো গিয়ে বেগ পোহাতে হচ্ছে রোগীদের এমনই অভিযোগ উঠেছে। এনিয়ে সরেজমিনে গতকাল বুধবার নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে গিয়ে দেখা যায় হাসপাতালে আগত অধিকাংশ রোগীদের ডেঙ্গু পরীক্ষা হাতে ধরিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। যেখানে খানপুর হাসপাতালে ১০০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করা যায় সেখানে ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোতে ৪০০-৭০০ টাকায় করাতে হচ্ছে ডেঙ্গুর পরীক্ষা। মধ্যবিত্ত ও নিন্মবিত্ত মানুষদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে উঠেছে এ পরীক্ষা। জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সাথে কথা বলে জানা যায়, কারো একদিন কারো বা দুই দিন কেউ বা তিন চারদিন ধরে জ্বরে ভোগছে আবার কেউ ব্যথা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে এসেছে। তাই হাসপাতলে চিকিৎসক দেখানোর এসেছে। প্রত্যেকের হাতে ডেঙ্গু পরীক্ষার জন্য ধরিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতালের প্যাথলজি বিভাগে গিয়ে পরীক্ষার জন্য টিকেট দিতেই বলা হচ্ছে কোন ডেঙ্গুর পরীক্ষা হচ্ছে না হাসপাতালে। বাহির থেকে ডেঙ্গু পরীক্ষা করিয়ে নিয়ে আসতে। এদিকে সরকারি হাসপাতাল যেখানে ১০০ টাকায় ডেঙ্গুর পরীক্ষা করা হচ্ছে সেখানে বাহিরে ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোতে ৪০০-৭০০ টাকায় পরীক্ষা করাতে বেগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। খানপুর হাসপাতালে ৩ দিনের জ্বর নিয়ে লালপুর থেকে চিকিৎসা নিতে আসা রিকশাচালক মুমিন জানায়,তিনদিন ধরে জ্বরে ভোগছে। তাই খানপুর হাসপাতালে এসেছে। কিন্তু এখানে হাসপাতাল থেকে কিছু প্যারাসিটামল আর গ্যাস্ট্রিক এর কিছু ওষুধ দিয়ে ডেঙ্গু পরীক্ষা সহ দুইটা পরীক্ষা দিছে। হাসপাতালে একটা পরীক্ষা করা যায় বাকি একটা নাকি পরীক্ষা বাহির থেকে করতে হবে। আমি ক্লিনিকে গেছি সেখানে ৫০০ টাকা চাইছে। আমার কত রিকশাচালক তিন দিন ধরে যেখানে বাসায় অসুখ নিয়ে বসা সে এত টাকা পাবে কোথায়। শাহানাজ মুনতাজ নামে এক মহিলা জানান, আমার দুইদিন ধরে জ্বর আর শরীর ব্যথা ডাক্তার দেখাতে এসেছি আমাকে ডেঙ্গু পরীক্ষা সহ তিনটা পরীক্ষা দিছে। এখানে সিবিসি করা যাবে বাকি দুইটা বাহির থেকে করিয়ে নিয়ে আসতে বলছে। একই অভিযোগ খানপুর হাসপাতালে জ্বর, ব্যথা, ঠান্ডা সহ ডেঙ্গু উপসর্গ নিয়ে অধিকাংশ রোগীদের। প্রত্যেককে বাহির থেকে ডেঙ্গু পরীক্ষা করতে বলা হচ্ছে। এবিষয়ে খানপুর হাসপাতালের তত্বাবধায়ক ডা.আবুল বাশার বলেন, হাসপাতালে কিট সংকট আছে। তাই বাহির থেকে ডেঙ্গুর পরীক্ষা করতে হচ্ছে। অন্যদিকে নারায়ণগঞ্জ সিভিল সার্জন এর এক কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জে পর্যাপ্ত পরিমান কিট রয়েছে। এর প্রতিটি উপজেলায় ডেঙ্গুর পরীক্ষা করা যাচ্ছে। কিন্তু খানপুর হাসপাতালে কেন ডেঙ্গুর পরীক্ষা করছে না সেটাই বুঝতে পারছি না। খানপুর হাসপাতালে ডেঙ্গুর কোন পরীক্ষা হচ্ছে না কিট না থাকায়। নারায়ণগঞ্জে কি ডেঙ্গুর কিট সংকট কিনা জানতে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, মুলত খানপুর হাসপাতালটি আমাদের দ্বায়িত্বে নয়। সেখানে একজন তত্ত্বাবধায়ক রয়েছে। আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় এ সমস্যা নিয়ে কাজ করছি। আমার দ্বায়িত্বে নারায়ণগঞ্জ ১শ’শষ্যা হাসপাতাল। সেখানেও কিট শেষ হয়েছিলো। আমি সেখানে চিকিৎসার জন্য আজও ৭৫টি কিট ক্রয় করে দিয়েছি। আগামীকালও ১০০টি ক্রয় করে দেবো। শেষ হলে তো কিট সংগ্রহ করে চিকিৎসা চালিয়ে যেতে হবে। তাই বলেতো বাহিরে রোগী পাঠাতে পারবোনা। তারপরও দেখছি সে বিষয়ে কিছু করা যায় কিনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা