আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪৮

ঐতিহ্য হারাচ্ছে নারায়ণগঞ্জ ক্লাব চাচা-ভাতিজার জালিয়াতি

ডান্ডিবার্তা | ১০ আগস্ট, ২০২৩ | ১২:০৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট এক সময়ের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব এখন আর সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে বলে সাধারণ সদস্যদের অভিমত। নারায়ণগঞ্জ ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে সাধারণ সদস্যরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বিভিন্ন প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হলেও যে যায় লঙ্কায় সেই যেন রাবন বনে যায়। ক্লাবের স্বার্থে কেউ পরিচালনা পরিষদের বিরুদ্ধে কথা বললে সে হয়ে পরে বিরাগভাজন। নারায়ণগঞ্জ ক্লাব পরিচালনার জন্য বিপুল ভর্তুকির কথা বলা হলেও আসলেই এই অংকের ভর্তুকি লাগে কি না এ নিয়ে ক্লাব সদস্যরা আড়ালে আবডালে কথা বললেও একটি মহল বিশেষের বিরাগভাজন হওয়ার ভয়ে প্রকাশ্যে মতমত দেয় না। সবচেয়ে আশ্চর্য জনক ব্যপার হলেও কাজ না করেও ক্লাব থেকে মাসে মাসে বেতন ভাতা গ্রহণ করছে এমন চাঞ্চল্যকর তথ্যও পাওয়া গেছে। ক্লাবের সদস্য সংখ্যা দিন দিন বেড়ে চললেও ক্লাব সদস্যদের কোন সুযোগ সুবিধা বাড়েনি। পুরনো আমলের ৩টি লাউঞ্জ ছাড়া নতুন যেসব কক্ষ তৈরী করা হয়েছে তাতে বেড়েছে জুয়ার আড্ডা। গত এক দশকে নারায়ণগঞ্জ ক্লাবের ঐতিহ্য তলানীতে নেমে এসেছে। খাবার দাবারের মান কমলেও বেড়েছে দাম। সাধারণ সভায় গৃহীত কোন প্রস্তাবই কার্যকর করা না হলেও সদস্য চাঁদা ২শ’ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত কোন এজেন্ডা ছাড়াই নেয়া হচ্ছে। আর এই সুযোগে নিজের সদস্য পদ বিক্রি করে স্ত্রীর সদস্য পদের মাধ্যমে কেউ কেউ সদস্য হতে চাচ্ছে। অথচ ২ বছর আগে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কেউ সদস্য পদ বিক্রি করলে সে স্ত্রী কিংবা পরিবারের অন্য কারো সদস্য পদের বিনিময়ে ক্লাবে প্রবেশ করতে পারবে না। অথচ সাধারণ পরিষদের এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সদস্যপদ বিক্রি করা এক ব্যক্তি শুধু ক্লাব ব্যবহারই করছেন না, বরং অনাড়ারি সদস্য পদ বাগিয়ে নিয়েছেন। নারায়ণগঞ্জ ক্লাবের দিনের পর দিন অনিয়ম আর স্বেচ্ছাচারিতা নিয়ে দৈনিক ডান্ডিবার্তা অচিরেই অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ ক্লাবের এক সদস্য যার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাতিজা ইমতিয়াজ নুর মৃদুলকে নিজের ছেলে বানিয়ে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে প্রতারনার মাধ্যমে ক্লাবের সদস্য করেন। যদিও নারায়ণগঞ্জ ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে ভাতিজাকে ছেলে বানিয়ে সদস্য করায় নুরুল ইসলাম ও ইমতিয়াজ নুর মৃদুলকে ক্লাব সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও প্রতারনার মধ্যেমে যদি নুরুল ইসলাম তার ভাতিজা ইমতিয়াজ নুর মৃদুলকে সদস্য করে থাকে তা হলে শুধু স্থায়ী সদস্য পদ থেকে বহিস্কার কেন? কেন? জাতীয় পরিচয়পত্র জালিয়তি করে প্রতারনার মধ্যেমে ক্লাব সদস্য হওয়া ও ক্লাব সদস্য করার জন্য ক্লাব পরিচালনা পরিষদ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি। কারণ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে চাচা-ভাতিজা ফৌজদারী অপরাধ করেছে বলে আইন বিশেষজ্ঞরা মনে করেন। নারায়ণগঞ্জ ক্লাবে গত এক দশকে কোটি কোটি টাকা আত্মসাত সহ একাধিক অনিয়মের ঘটনা ঘটলেও সাধারণ সদস্যদের দাবির প্রতি কোন প্রকার কর্ণপাত না করে যারাই ক্লাবের দায়িত্ব নেন, তারাই স্বেচ্ছাচারিতার মাধ্যমে ক্লাবকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে ক্লাবের সাধারণ সদস্যরা মনে করেন। এ ব্যপারে যথাযথ কর্তৃপক্ষের মধ্যেমে নারায়ণগঞ্জ ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে গত এক দশকের সকল বিষয়ের তদন্ত জরুরী বলে ক্লাব সদস্যরা মনে করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা