আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৯:২০

পদে পদে ব্যর্থ জেলা ছাত্রদল

ডান্ডিবার্তা | ১২ আগস্ট, ২০২৩ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপি বর্তমানে দফায় দফায় দলীয় আন্দোলন সংগ্রামের মাধ্যমে সারা দেশসহ সকল জেলার রাজনৈতিক অঙ্গন অনেকটাই উত্তপ্ত হয়ে রয়েছে। এদিকে রাজধানীর কাছের জেলা নারায়ণগঞ্জ হওয়ায় সকল কেন্দ্রীয় পর্যায়ের নজর থাকে এই নারায়ণগঞ্জের দিকে। কিন্তু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহযোগী সংগঠন জেলা ছাত্রদল বিগত দিনে জেলার সকল পর্যায়ের আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছে। এমনকি ব্যাপক আন্দোলনে সুসংগঠিত ছিল জেলা ছাত্রদল। কিন্তু জেলা ছাত্রদলের নবাগত কমিটি আশার পর থেকেই সংগঠনটি কয়েক মাস ভালো চললে ও বর্তমানে ছন্নছাড়া হয়ে পরছে। কোন আন্দোলন সংগ্রামে জটিল ভূমিকা দেখা যাচ্ছে না জেলা ছাত্রদলের রাজনীতিতে। জানা গেছে, জেলা ছাত্রদলের আতাধীন ১২টি ইউনিটের কমিটি গঠন নিয়ে চলছে বর্তমানে নানা গড়িমসি। তাছাড়া বিগত দিনে ফতুল্লা থানার আওতাধীন সাবেক ছাত্রদল নেতা মশিউর রহমান রনি বিগত দিনে জেলা ছাত্রদলের সভাপতি থাকা কালে জেলা ছাত্রদল অনেকটাই সুসংগঠিত ছিল। আর জেলা বিএনপির সকল আন্দোলনকে সফলমন্ডিত করার মূল সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছিল জেলা ছাত্রদল। কিন্তু নবাগত কমিটিতে রূপগঞ্জ উপজেলার ছাত্র নেতা জেলা ছাত্রদলের সভাপতি ও আড়াইহাজার ছাত্রদল নেতা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে সংগঠনে খড়া পরেছে। দেখা যায় না নেতাকর্মীদের আনাগোনা যা নিয়ে বর্তমানে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এটার মূল কারণ হিসেবে নেতাকর্মীরা মনে করছে। আড়াইহাজার ছাত্রদলের আহ্বায়ক জেলা ছাত্রদলের মূল পদে চলে এসেছে যার কারণে সদস্য সচিবের উপরেই সকল ভর যার কারণে আড়াইহাজার থেকে সকল নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে দলীয় সংগ্রামে উপস্থিত হতে পারে না। অপর দিকে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বর্তমানে জেলা ছাত্রদলে চলে এসেছে আর সদস্য সচিব দীর্ঘদিন যাবৎই রাজনীতি ছেড়ে দেশের বাহিরে অবস্থান করছে যার কারণে সোনারগাঁ ছাত্রদলের কোন কমিটি নেই বললেই চলে। অপর দিকে রূপগঞ্জে একই দশা সদস্য সচিব ভর নিয়ে চালাচ্ছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। ফতুল্লায় ও দেখা যায় একই খড়ার দশা কিন্তু ফতুল্লা থেকেই নেতাকর্মী ঐক্যজোট হয়ে ছাত্রদলকে সুসংগঠিত রাখছে বলে ও দাবি করছে কেউ কেউ। এদিকে থানা কমিটিগুলো পূর্নগঠন না হওয়ায় পদ প্রত্যশীরা অনেকেই মুখ ফিরিয়ে রেখেছে ছাত্রদল থেকে। এমনকি কমিটি গঠনের ৩ মাসের মধ্যে কমিটি গঠনের কথা থাকলে ও ৬ মাস হয়ে গেলে ও কোন থানা কমিটির হদিস নেই। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। এছাড়াও নেই কোন বিগত দিনের মতো বড় বড় কার্যক্রম যা নিয়ে ক্ষিপ্ততা প্রকাশ করছেন অনেকেই। বর্তমানে দফায় দফায় আন্দোলনের তীব্রতা আরো বৃদ্ধি পাচ্ছে কিন্তু জেলা ছাত্রদল সংগঠনটি দিশেহারা হয়ে পরছেন। যার কারণে তৃণমূলের দাবি জেলা ছাত্রদলের টাল মাটাল দূর করতে হলে অতি শীগ্রই আন্দোলন সংগ্রাম আরো জোড়ালো হওয়ার আগেই ১২টি ইউনিট যাচাই বাছাই করে কমিটি গুলো গঠন করে ফেললে ফের রাজপথে গজর্ণের সহিত উঠে দাঁড়াবে জেলা ছাত্রদল। দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলকে সুসংগঠিত করা লক্ষে ৯ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়া হয়। যেখানে সভাপতি করা হয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান ভুঁইয়া ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহম্মেদ জিকু, সিনিয়র যুগ্ম সাধারণ করা হয়েছে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়া, সাংঠনিক সম্পাদক করা হয়েছে ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনকে। সকল থানার আহ্বায়ক বৃন্দগণ মূল পদে পদায়ন হওয়ার কারণে বর্তমানে দীর্ঘ ৬ মাস যাবৎ বেহাল অবস্থায় পরে আছে জেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিটের রাজনীতি। এদিকে বিভিন্ন ইউনিটের মূল পদে দায়িত্ব নিতে ইতিমধ্যেই অনেক যোগ্য নেতাকর্মী আন্দোলন সংগ্রামে নিজেদের ব্যাপক ভূমিকা দেখিয়ে যাচ্ছে কিন্তু এতে কোন উন্নতি হচ্ছে না। এমনকি জেলা ছাত্রদলের কমিটি গঠনের পর পরই বলা হয়েছিলো ৩ মাসের মধ্যে সকল থানা ও আতাধীন ১২টি ইউনিটের কমিটি গঠন করে নিজেদের মূল কমিটি পূর্নাঙ্গ করতে কিন্তু তা নিয়ে ও কোন তৎপরতা নেই সভাপতি ও সাধারণ সম্পাদকের। এদিকে আন্দোলন সংগ্রামের সময়ে জেলা ছাত্রদলের এমন অবস্থায় কপালে চিন্তার ভাঁজ পরছে নেতাকর্মীদের। কিন্তু সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া বলেছিলেন ঈদুল আযহার পর পরই সকল ইউনিটের কমিটি গঠন হয়ে যাবে কিন্তু ঈদ পেরিয়ে বছর শেষ হওয়ার দিকে কিন্তু নেই কোন কমিটি গঠনের কার্যক্রম যার কারণে সংগঠনে দেখা যাচ্ছে নানা বিশৃঙ্খলা। এমনকি দেখা যাচ্ছে নেতাকর্মীদের মাঝে নানা ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবি বর্তমানে ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে নিয়ে রাজপথে রয়েছে বিএনপি এমতা অবস্থায় সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদলকে অনেকটাই প্রয়োজন মূল দলের। এছাড়াও দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন ও ঘনিয়ে এসেছে সব মিলিয়ে সব মিলিয়ে রাজনৈতিক উত্তপ্ততা আরো বৃদ্ধি হওয়ার পথে। যাকে কেন্দ্র করে বর্তমানে নানা বৈঠকের মাধ্যমেই নেতাকর্মীদের উজ্জ্ববিত করার লক্ষে অতি শীগ্রই ইউনিট কমিটি যায় তৃণমূল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা