
ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলা তুলে নিতে ধর্ষিতা কলেজ ছাত্রীকে প্রাণনাশের হুমকি ও ধর্ষিতার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও প্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে গত বৃহস্পতিবার বিকেলে আবেদন করেছেন ভুক্তোভোগী। অভিযোগে অভিযুক্তরা হলো- সিদ্ধিরগঞ্জ গোদনাইল পাঠানটুলী রোড বাসষ্ট্যান্ড এলাকার বাসিন্দা ধর্ষক শফিকুল ইসলাম (রিফাত), আসমা বেগম ও গণমাধ্যম কর্মী পরিচয় দেয়া রবিউলসহ অজ্ঞাত ৭/৮ জন। লিখিত অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন- অভিযুক্তদের হুমকি, জুলুম ও নির্যাতনের কারণে কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারছেনা তিনি। ভুক্তোভোগী ধর্ষিতা কলেজ ছাত্রী জানান, গত বছরের ১৩ ডিসেম্বর মারপিট ও ধর্ষণের অভিযোগে ধর্ষক শফিকুল ইসলাম (রিফাত) সহ আরও দুইজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। মামলা দায়েরের পর ধর্ষকসহ অভিযুক্তরা মামলা তুলে নিতে আমাকে অব্যাহত হুমকি ধামকি দিয়ে আসছে। এ ঘটনায় ১৭ ডিসেম্বর থানায় একটি জি. ডি. দায়ের করি। এরই মধ্যে র্যাব-১১ মামলার আসামিদের গ্রেপ্তার করে। সম্প্রতি আসামিরা জামিনে বেরিয়ে এসে আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রচারনা করছে। আমাকে দেহ ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী উল্লেখ করে মানহানী করে আসছে। অন্যদিকে মামলা তুলে নিতে আমাকেসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি-ধামকী প্রদর্শন করে আসছে। এমনকি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যাহারাই আমার সমর্থনে এগিয়ে আসে তাহাদের বিরুদ্ধে উক্ত আসামিরা মানহানী কথাবার্তা প্রচার করে যাতে কেউ আমার পক্ষে সমর্থন না করে। এ ঘটনায় আমি গত ২৩ জুন সিদ্ধিরগঞ্জ থানায় আরও একটি জি. ডি দায়ের করি। বর্তমানে আমি আসামিদের জুলুম ও নির্যাতনের কারণে কলেজে অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না। সর্বশেষ গত ৮আগষ্ট রাতে অভিযুক্তরাসহ অজ্ঞাত ৭/৮ জন বিভিন্ন অনলাইনের সাংবাদিক পরিচয় দানকারী আমার বাসায় এসে আমাকে বিভ্রান্তিকর, অপ্রীতিকর ও মানহানীকর প্রশ্ন করলে আমি কান্না করতে থাকি এবং এর প্রতিবাদ করি। একপর্যায়ে তারা চলে যাওয়ার সময় আমার কাছে খরচের টাকা দাবী করে। আমি তাদের বলি আমি গরীব আমার টাকা দেওয়ার সামর্র্থ্য নাই। এ সময় সংবাদ কর্মী পরিচয়দানকারীরা আমাকে বলে যায় টাকা না দিলে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করবে। যার ফলে বর্তমানে আমি সমাজে হেয়প্রতিপন্ন হয়ে আছি এবং আমার সুষ্ঠ স্বাভাবিক জীবন যাপন করা দুঃসাধ্য হয়ে উঠেছে। যার ফলে আমি বর্তমানে সমাজে চলাফেরা করতে পারছি না। আমি এর সুষ্ঠ তদন্তপূর্বক বিচার দাবী করছি। খবর নিয়ে জানতে পারি উক্ত সাংবাদিক পরিচয় দানকারীর নাম রবিউল সে তাকে একুশে টিভির অন-লাইন নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে থাকেন। খবর নারায়ণগঞ্জে তার প্রকাশিত সংবাদের ভিডিওতে আমার মোবাইল নাম্বার প্রচার করা হয়েছে। এতে বিভিন্ন অজানা লোক আমাকে ফোন দিচ্ছে নানা অশালীন কথা বলছেন ও বাজে প্রস্তাব দিচ্ছেন। এছাড়াও ধর্ষক শফিকুল ইসলাম (রিফাত) বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে তার অনুগত সাংবাদিকদের দিয়ে যে সব সংবাদ প্রচার করেছেন তাতে যেসব বক্তব্য দিয়েছেন তা আমি সংরক্ষন করি। এগুলোতে দেয়া তার বক্তব্য একটির সাথে আরেকটির মিল নেই। আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আবদেন, আমার বিরুদ্ধে প্রচারিত মানহানীকর সকল মিথ্যা সংবাদ ভিডিও বন্ধ করা সহ উক্ত ভূয়া সাংবাদিকসহ মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হউক। যাতে আমি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯