আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৫

চ্যানেল আইয়ের সেরাকণ্ঠে না’গঞ্জের টুশি

ডান্ডিবার্তা | ১৩ আগস্ট, ২০২৩ | ১১:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাবা আব্দুর রব তপাদার এবং মা শাহানাজ রবের ছোট সন্তান সাবরিনা নওশিন টুশি। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল টুশির। আগ্রহ দেখে সাত বছর বয়সেই অভিজ্ঞ সংগীত গুরুদের কাছে সঙ্গীত শিখতে দেয় তার পরিবার। শুরুটা শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে হলেও রবীন্দ্র, নজরুল, আধুনিকসহ সব ধরণের সঙ্গীতেই পারদর্শী সে। নিজের প্রতিভায় সারাদেশের ৩৫ হাজার প্রতিযোগিকে পিছনে ফেলে চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতার সুপার রাইন্ডে নারায়ণগঞ্জের টুশি। জানা যায়, টুশির বাবা এবং মা সঙ্গীতপ্রেমী মানুষ। বিশেষ করে মা শাহানাজ রবের সংগীতের প্রতি অগাধ ভালবাসা থেকেই মূলত টুশির গানের যাত্রা শুরু হয়। স্থানীয় সঙ্গীত শিক্ষক মুজিবুল হায়দার সুজনের কাছেই টুশির সংগীতে হাতেখড়ি। পরবর্তীতে তালিম নিয়েছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সঙ্গীত শিক্ষক রুমা রানী ধরের কাছে। বর্তমানে টুশি তালিম নিচ্ছেন নারায়ণগঞ্জ জেলার গুণী শিক্ষক এসএম সেলিম ও দেশের স্বনামধন্য গজল আটিস্ট শেখ জসিমের কাছে । বাবা ও মায়ের অনুপ্রেরণা ও সহযোগিতায় শিক্ষাঙ্গণে ও বিভিন্ন প্রতিযোগিতায় অর্জন করেছে একাধিক পুরষ্কার। টুশি জাতীয় পর্যায়ে ৩ বার স্বর্ণপদক বিজয়ী। টুশি বলেন “আমার সংগীত জীবনে আরো একটি বিশাল জায়গা জুড়ে আছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সঙ্গীত প্রেমী বাবু চন্দন শীল। তিনি আমার সংগীত জীবনের একজন অভিভাবক। সঙ্গীতের দুনিয়ায় তিনি আমার একজন অনুপ্রেরণা। তিনি আমাকে মেয়ের মতো স্নেহ করেন এবং গান বিষয়ে দিকনির্দেশনা দেন। সংগীত জীবনে তিনি আমার একজন পথ প্রদর্শক। তার পরিবারের সবাই সঙ্গীত প্রেমী জানিয়ে টুশি বলেন, আমাদের বাড়ির পরিবেশ একটু অন্য রকম। আমরা সবাই যখনই একত্রিত হই আমাদের মধ্যে গান নিয়েই আলোচনা হয়। আমরা সবাই একসাথে গান করতে পছন্দ করি। মা শাহানাজ রব বলেন, সঙ্গীতের প্রতি প্রেম সব সময় ছিল। আমি পারিনি তবে চেয়েছি আমার মেয়ে গান শিখুক, গান করুক। টুশির মধ্যে সেই প্রতিভা আছে। সে সেরা কন্ঠ প্রতিযোগিতায় ভালো করছে, মা হিসেবে আমি তার জন্য গর্বিত। টুশি যেন একজন বড় শিল্পী হওয়ার পাশাপাশি একজন বড় মনের মানুষ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সঙ্গীতকে পেশা হিসেবে নিয়ে প্লেব্যাক সিঙ্গার হতে চান টুশি। তিনি বলেন, সঙ্গীত নিয়েই জীবনে এগোতে চাই। প্লেব্যাক সিঙ্গার হতে চাই, হওয়ার স্বপ্ন দেখি। তবে সবরকম গান করতে চাই না। কখনো সুযোগ পেলে গানের মান, কথা বুঝেই কাজ করবো। চ্যানেল আই সেরা কন্ঠ হচ্ছে আমার স্বপ্নের মঞ্চ। উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী শ্রদ্ধেও রুনা লায়লা ম্যাম, শ্রদ্ধেয় রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম,শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যাম সান্নিধ্য পাচ্ছি, তাদের সামনে গান করছি। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। এসব যেন স্বপ্নের মত। বর্তমানে সুপার রাইন্ডে আছি, সেরাকন্ঠে ভাল অবস্থান পাওয়ার লক্ষে সকলের শুভকামনা আশা করি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা