আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:০৮

সিদ্ধিরগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল চক্রের আরিফ দম্পতি লাপাত্তা

ডান্ডিবার্তা | ১৩ আগস্ট, ২০২৩ | ১১:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাাকমেইল শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে এই ভয়ঙ্কর চক্রের অন্যতম মূলহোতা আরিফ দম্পতি গাঁ ডাকা দিয়েছে। দূর্ধন্ড প্রতাপে চালিয়ে যাওয়া অপকর্ম সম্পর্কে তথ্য প্রকাশিত হওয়ার পর চক্রটি নড়েচড়ে বসেছে। সিদ্ধিরগঞ্জ আটি হাউজিংয়ে দীর্ঘদিন এ অপকর্ম করে বেড়ালেও সম্প্রতি নতুন করে এ চক্রটি ঘাঁটি তৈরী করে মিজমিজি পূর্বপাড়া আলামিন নগর এলাকায়। কিন্তু এই চক্রের অপকর্মের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সেখান থেকেও গাঁ ডাকা দিয়েছে চক্রটির মূলহোতাসহ অন্যান্য সদস্যরা। এই চক্রটিকে আইনের আওতায় আনার জন্য দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল। জানা যায়, নারী দিয়ে প্রেমের ফাঁদ পেতে ধনাঢ্য ব্যবসায়ী, চাকুরিজীবি ও সম্মানিত ব্যাক্তিদের বাড়িতে ডেকে এনে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে এই চক্রটির বিরুদ্ধে। এ চক্রটি নিজেদের গণমাধ্যমকর্মী পরিচয় দিয়ে থাকে বিধায় ভুক্তভোগীরা ইচ্ছে থাকলেও আইনের আশ্রয় নিতে সাহস পাচ্ছেনা বলে জানা যায়। এছাড়াও এ চক্রের সদস্যরা ভুক্তভোগীদের জোরপূর্বক বাধ্য করে তাদের আপক্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে বলে মান সম্মানের ভয়েও এ বিষয়ে পুলিশের সহায়তা নিতে চান না। এদিকে একাধিক ভুক্তভোগী তাদের নাম পরিচয় না প্রকাশের শর্তে এ প্রতিবেদককে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রদান করেন। তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন কৌশলে পরিচয়ের সূত্র ধরে তাদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এ চক্রটি। এ চক্রের মূলহোতা হচ্ছেন আরিফ নামে এক প্রতারক। আরিফের মূল সহযোগী হলো তার স্ত্রী কনা ওরফে কনিকা। তাদের অধীনে রয়েছে একাধিক সুন্দরী নারী। এদের অনেকেই আবার নিজেদের মডেল বলে উপস্থাপন করে। মূলহোতা আরিফ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সমাজের উচ্চবিত্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরী করে তাদের মোবাইল নাম্বার, ফেসবুক আইডি সংগ্রহ করে তার স্ত্রী কনা ওরফে কনিকার কাছে পাঠিয়ে দেয়। পরে কনিকাসহ ওই গ্রুপের নারীরা মাঠে নেমে পড়ে তাদের নির্দিষ্ট টার্গেটে। ছলে-বলে কৌশলে তাদের সাথে গড়ে তোলে প্রেমের সম্পর্ক। ধীরে ধীরে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরীর অভিনয়ে কাছে ডেকে নিয়ে যায় তাদের নির্ধারিত আস্তানায়। এরপর সেখানে পাল্টে যায় তাদের রুপ। নেমে আসে অত্যাচারের খড়গ। নেমে পড়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার কৌশলে। ওই সময়ই সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন পরিচয়ে আরিফ হানা দেয়। তারপর মেয়েদের দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। এমন এক ভুক্তভোগীর সাথে কথা হলে তিনি বলেন, আরিফ কৌশলে তার নিজের স্ত্রী কনা ওরফে কনিকাকে দিয়ে মোবাইল ফোনে অভিনব পন্থা অবলম্বন করে প্রেমের ফাঁদে ফেলে তাদের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তিনি দেখেন ওই ফ্ল্যাটে কনিকাসহ একাদিক সুন্দরী মেয়ে রয়েছে। এক পর্যায়ে আরিফ এসে ওই সব মেয়েদের দিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। অনুসন্ধানে জানা যায়, আরিফ এভাবে ব্ল্যাকমেইল করে রাজ নামে এক গার্মেন্ট ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ২০ হাজার, ব্যবসায়ী নিরবের কাছ থেকে ৭০ হাজার, শহিদের কাছ থেকে ৫০ হাজার, ফরিদের কাছ থেকে ৫০ হাজার, হিরাঝিল এলাকার এক ব্যবসায়ীর কাজ থেকে নিয়েছে ৪০ হাজার। আরও জানা গেছে, আরিফ একাধিক বিয়ে করেছে। নিজের স্ত্রীদেরকেও এ কাজে ব্যবহার করে। প্রথমে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিদের ফোন নাম্বার সংগ্রহ করে নারীদের দিয়ে যোগাযোগ স্থাপন করানো হয়। পরে শারীরিক সম্পর্ক স্থাপনের কথা বলে নিজেদের ঠিক করা ফ্ল্যাট বাসায় আনা হয় এবং টার্গেটকৃত ঐ ব্যক্তিদের আরিফের পালিত নারীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার পরিবেশ তৈরী করে। এসময় আরিফ ও তার লোকজন উক্ত ফ্লাটে উপস্থিত হয়ে তাদের নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং শারীরিক নির্যাতন করে। পরে ধনাঢ্য ব্যক্তিদের ব্লাকমেইক করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় আরিফসহ তার সহযোগীরা। জানা যায়, আরিফ এক সময় ডিবি পুলিশের সোর্স ও মাদক কারবারিদের সাথে সখ্যতা ছিল তার। পরে সিদ্ধিরগঞ্জ সিআই খোলা এলাকায় একটি সিএনজি অটোরিক্সা চুরির ঘটনায় ডিবি পুলিশের হাতে আটক হয় আরিফ। পুলিশ হয়রানি থেকে বাঁচার জন্য সহজ পন্থা বেছে নেয় সন্ধ্যাবাণী নামে একটি পত্রিকার কার্ড। সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২৩ জুলাই এক মোটরবাইক চুরির দায়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নজরুল তাকে আটক করে। হাউজিং এলাকার হুমায়ুন নামে এক ব্যক্তি তার ফেজার ব্রান্ডের একটি বাইক চুরির অভিযোগ করে সিদ্ধিরগঞ্জ থানায়। উক্ত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আরিফকে আটক করে পুলিশ। পরে বাইক ফিরিয়ে দেওয়ার শর্তে বাদি ও বিবাদির মিমাংশায় মুচলেকা দিয়ে ছাড়া পায় আরিফ। দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বিভিন্ন ফ্লাট বাসা ভাড়া নিয়ে এ কাজ করে আসছে তারা। কাজের সুবিধার্থে নিজেদের অপরাধ আড়াল করতে কিছুদিন পর পর তারা তাদের বাসা পরিবর্তন করে। অভিযুক্ত আরিফের একদিক স্ত্রীর মধ্যে দুই স্ত্রী থাকে কদমতলী, আর কনিকা থাকে তার সাথে। অপর একটি সূত্র জানায় এ চক্রটির নেপথ্যে থেকে শেল্টার দিয়ে থাকে ইপিজেড এলাকার ব্যবসায়ী বহু অপকর্মের হোতা কালাম ও বাদশা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, এরকম অভিযোগ পেয়েছি। এদের ধরতে পুলিশ কাজ করছে। আশা করি দ্রুত এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা