
বন্দর প্রতিনিধি বন্দরে পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিকরা যৌন হয়রানির শিকার হয় বলে অভিযোগ তুলেন কর্মরত নারী শ্রমিকরা। আর এই নির্যাতনকারীর ভূমিকায় শীর্ষে রয়েছেন পোশাক কারখানার মালিকরা। আর তাদের প্রস্তাবে রাজি না হলে তাদের উপরে চালানো হয় শারীরিক মানসিক নির্যাতন। গতকাল রবিবার বন্দরের বিভিন্ন পোশাক কারখানায় ঘুরে এমনই তথ্য পাওয়া যায়। এসময় একাধিক কর্মরত নারী শ্রমিকদের সাথে কথা বললে তারা বলেন, আমরা নারী আমাদের পোশাক কারখানায় নারী হিসেবে দেখা হয় না, আমাদের সস্তা শ্রমিক হিসেবে দেখা হয়। নিজের ইজ্জত টিকিয়ে রাখতে, পেটের দায়ে এখানে পরিশ্রম করে খেতে এসেছি, কিন্তু এখানেও নিজের ইজ্জত টিকিয়ে রাখা কষ্টকর হয়ে পরেছে। এখানে আমাদের ইচ্ছার কোন দাম নেই আছে দুটি রাস্তা হয় নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে তাদের সাথে কাজ কর, না হয় শারীরিক মানসিক নির্যাতন সইতে না পেরে কাজ ছেড়ে চলে যাও। এব্যাপারে নাম প্রকাশ না করার শর্র্তে এক নারী শ্রমিক বলেন, আমি এ পর্যন্ত অনেক কারখানা পরিবর্র্তন করেছি কোথাও ১ মাস ২ মাসের বেশি কাজ করতে পারিনি। কারন একটাই তারা আমার কাছে কাজের পাশাপাশি আমার শরীরটাও চায় কিন্তু আমি দিতে পারিনা তাই কাজ ছাড়তে হয়। এইতো ১ মাসেই রুপালি আবাসিক এলাকায় এই হোসিয়ারিতে কাজে লেগেছি মনে হয় বেশি দিন করতে পারবো না। মালিকের চাহনির আঁকার ভঙ্গিতে আমি বুজতে পারতেছি সে আমার কাছে কি চায়। একজন মালিক সে আমার কাছে কি চাবে আমি ঠিক মত কাজ করছি কিনা সেটাই বুঝে নেবে তা না করে সে আমার কাছে বসে আজে বাজে কথা বলে। সে আমার বাসায় যেতে চায়, সবাইকে ছুটি দিয়ে আমাকে একা কারখানায় রাখে কাজের বাহানা দিয়ে কিন্তু কাজের কাজ কিছুই না শুধু ফালতু পেচাল করে। এইত গত বৃহস্পতিবার রাতে সাপ্তাহিক বিল দেওয়ার সময় সবাইকে আগে দিয়ে বিদাই করে দিলো অথচ আমার বিল দিতে দেরি করালো, আমি বার বার তাকে বলি বৃষ্টি হচ্ছে আমার বাচ্চা বাসায় একা রইছে আমাকে বেতন দিয়েদেন আমি চলে যাই, সে আমাকে বলে তুকেতো আমি যেতে দিতে চাই না তুই যাওয়ার জন্য পাগল হইলি কেন। এখন আপনারাই বলেন আমার ইজ্জত ঠিক রেখে এখানে কি কাজ করতে পারবো? তাই এখান থেকে কাজ ছেড়ে দেয়ার চিন্তা করছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯