
ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি মহড়া দিতে চায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। এ নিয়ে ইতিমধ্যে স্বেচ্ছাসেবক লীগ মাঠে নামলেও সপ্তাহব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মাঠে নামছেন। আগামী ৩১ জুলাই আগস্টের প্রথম প্রহর থেকে পুরো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। এতে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য সারা দেশের আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। শোকের মাসের শুরুতে দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। একই সময়ে ১৫ আগস্টের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করবে বাংলাদেশ মৎস্যজীবী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ। তাদের পাশাপাশি নারায়ণগঞ্জেও স্বেচ্ছাসেবক লীগের প্রত্যাশী নেতারা শহর ও বিভিন্ন উপজেলার কর্মসূচি পালন করেছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় জেলা ও মহানগর আওয়ামী লীগের পরামর্শে অঙ্গসংগঠনের নেতাদের সপ্তাহব্যাপী কার্যক্রম পালন করবে। এতে ইতিমধ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দেয় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতারা। মহানগর যুবলীগের উদ্যোগে ২৭টি ওয়ার্ডে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার নির্দেশ দেয়া হয়েছে। মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু জানান, মূলত ১৫ আগস্ট সকালে শোক র্যালি বের করা হবে মহানগরের। এরপর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া আয়োজন করা হয়েছে। তারপর আমাদের প্রতিটি ওয়ার্ডের কাঙ্গালী ভোজ, দোয়া ও আলোচনা সভা নেতারা উপস্থিত থাকবেন। অপরদিকে একাধিক নেতাদের কারণে বিভিন্ন স্পর্টে ভাগ করে দেয়া হয়েছে। সপ্তাহব্যাপী আয়োজনে যুবলীগ রাজপথে থাকবে। তিনি আরও বলেন, বিএনপি নৈরাজ্যে করার চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। নারায়ণগঞ্জবাসী বিএনপি সন্ত্রাসী দলকে কখনো মেনে নেয়নি, আগামীতেও নিবে না। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া আয়োজন করা হয়েছে। ২৭টি ওয়ার্ডে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আমরা প্রতিটি ওয়ার্ডের বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও পরিবারের সকল হত্যা বিচারের দাবিতে দোষীদের ফাঁসি দাবিতে মানববন্ধন করবো। তার সাথে দোয়া মিলাদ ও আলোচনা সভার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে মানুষের কাছে আগামী দিনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করার জন্য আহবান জানানো হবে। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের একাধিক স্পর্টে আয়োজন করা হয়েছে। মূলত ১৫ আগস্টসহ একাধিক দিনে সে সব আয়োজনে জনগণকে নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ সকল হত্যার বিচার দাবি জানায় মহানগর আওয়ামী লীগ। যারা বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করেছে তাদের মরণোত্তর শাস্তি দাবি করে পলাতক আসামীদের ফাঁসি দাবি জানানো হবে। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। আনোয়ার হোসেন বলেন, বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না। তারা সন্ত্রাসী কর্মকা- ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমাল ক্ষতি করতে চায়। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নত দেশের তালিকায় রয়েছে। শোকের মাসেই আমরা আওয়ামী লীগের চলতি বছরের নির্বাচনের মহড়া দিতে চাই। আওয়ামী লীগ বড় দল, এখনো কারো সাথে দ্বন্দ্ব নেই। মত বিরোধ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রয়োজনে আমরা সবাই এক।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯