আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:২০

নির্বাচনের প্রস্তুতিতে আ’লীগের তৃনমূল

ডান্ডিবার্তা | ১৫ আগস্ট, ২০২৩ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট   জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি মহড়া দিতে চায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। এ নিয়ে ইতিমধ্যে স্বেচ্ছাসেবক লীগ মাঠে নামলেও সপ্তাহব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মাঠে নামছেন। আগামী ৩১ জুলাই আগস্টের প্রথম প্রহর থেকে পুরো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। এতে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য সারা দেশের আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। শোকের মাসের শুরুতে দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। একই সময়ে ১৫ আগস্টের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করবে বাংলাদেশ মৎস্যজীবী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ। তাদের পাশাপাশি নারায়ণগঞ্জেও স্বেচ্ছাসেবক লীগের প্রত্যাশী নেতারা শহর ও বিভিন্ন উপজেলার কর্মসূচি পালন করেছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় জেলা ও মহানগর আওয়ামী লীগের পরামর্শে অঙ্গসংগঠনের নেতাদের সপ্তাহব্যাপী কার্যক্রম পালন করবে। এতে ইতিমধ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির ঘোষণা দেয় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতারা। মহানগর যুবলীগের উদ্যোগে ২৭টি ওয়ার্ডে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার নির্দেশ দেয়া হয়েছে। মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু জানান, মূলত ১৫ আগস্ট সকালে শোক র‌্যালি বের করা হবে মহানগরের। এরপর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া আয়োজন করা হয়েছে। তারপর আমাদের প্রতিটি ওয়ার্ডের কাঙ্গালী ভোজ, দোয়া ও আলোচনা সভা নেতারা উপস্থিত থাকবেন। অপরদিকে একাধিক নেতাদের কারণে বিভিন্ন স্পর্টে ভাগ করে দেয়া হয়েছে। সপ্তাহব্যাপী আয়োজনে যুবলীগ রাজপথে থাকবে। তিনি আরও বলেন, বিএনপি নৈরাজ্যে করার চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। নারায়ণগঞ্জবাসী বিএনপি সন্ত্রাসী দলকে কখনো মেনে নেয়নি, আগামীতেও নিবে না। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সভাপতি জুয়েল হোসেন বলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া আয়োজন করা হয়েছে। ২৭টি ওয়ার্ডে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আমরা প্রতিটি ওয়ার্ডের বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও পরিবারের সকল হত্যা বিচারের দাবিতে দোষীদের ফাঁসি দাবিতে মানববন্ধন করবো। তার সাথে দোয়া মিলাদ ও আলোচনা সভার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে মানুষের কাছে আগামী দিনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করার জন্য আহবান জানানো হবে। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের একাধিক স্পর্টে আয়োজন করা হয়েছে। মূলত ১৫ আগস্টসহ একাধিক দিনে সে সব আয়োজনে জনগণকে নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ সকল হত্যার বিচার দাবি জানায় মহানগর আওয়ামী লীগ। যারা বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করেছে তাদের মরণোত্তর শাস্তি দাবি করে পলাতক আসামীদের ফাঁসি দাবি জানানো হবে। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। আনোয়ার হোসেন বলেন, বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না। তারা সন্ত্রাসী কর্মকা- ও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমাল ক্ষতি করতে চায়। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নত দেশের তালিকায় রয়েছে। শোকের মাসেই আমরা আওয়ামী লীগের চলতি বছরের নির্বাচনের মহড়া দিতে চাই। আওয়ামী লীগ বড় দল, এখনো কারো সাথে দ্বন্দ্ব নেই। মত বিরোধ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রয়োজনে আমরা সবাই এক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা