আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৯:২৬

সোনারগাঁ আ’লীগ নিয়ে জেলায় বিরোধ

ডান্ডিবার্তা | ১৫ আগস্ট, ২০২৩ | ১১:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট   দীর্ঘ ২২ বছর পর সম্মেলনের মাধ্যমে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষনা করা করেছেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। আংশিক কমিটি ঘোষনার পর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত উপজেলা আওয়ামীলীগের একটি পুর্নাঙ্গ প্রস্তাবিত কমিটি ঘোষনা করে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেই প্রস্তাবিত কমিটির পরিচিতি পর্ব শেষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কাছে জমা দেন প্রস্তাবিত। কমিটি জমা দেয়ার মাস খানেকের মধ্যে জেলা কমিটি প্রস্তাবিত কমিটির ১৮ জনের নাম বাদ দিয়ে নতুন করে ১৮ জনের নাম সংযোজন করে একটি পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেন। জেলা আওয়ামীলীগের সভাপতি আ: হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ বাদল জেলা কমিটির প্যাডে এই কমিটির অনুমোদন দেন। জেলা কমিটি যখন সোনারগাঁ উপজেলা কমিটির অনুমোদন দেন এর পর দিনই এই কমিটি প্রত্যাখান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা জানান, জেলা কমিটি তাদের মনগড়া একটি কমিটি অনুমোদন করেছেন এটা বৈধ নয়। সেজন্য তারা পরবর্তিতে জেলা আওয়ামীলীগের কমিটির বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন। এদিকে উপজেলা আওয়ামীলীগ জেলা কমিটির অনুমোদিত কমিটি বাদ দিয়ে কয়েকদিন আগে প্রস্তাবিত কমিটির নেতাকর্মীদের নিয়ে একটি বর্ধিত সভা করেন। এই বর্ধিত সভার করার পরই প্রশ্ন তুলের তুনমুল আওয়ামলীগের নেতারা। তারা জানান আসলে কোন কমিটি বৈধ ? জেলার না উপজেলার ? জানাগেছে, ২০১৯ সালের ১৫ জুলাই সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঘোষনা করে জেলা আওয়ামীলীগের সভাপতি আ: হাই ও সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল। এর আগে ১৩ জুলাই নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সে সভায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নতুন একটি আহবায়ক কমিটির সিদ্ধান্ত নেয়। এডভোকেট সামসুল ইসলামকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার মাসুমকে যুগ্ন আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করে জেলা আওয়ামীলীগ। এরপর ২০২১ সালের ২৩ মার্চ সেই কমিটি বর্ধিত করে নতুন করে কায়সার হাসনাতসহ আরো কয়েকজনকে নিয়ে পুনরায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এরপর ২০২২ সালের ৩রা সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্টিত হয়। সে সম্মেলনে জেলা ও কেন্দ্রের নেতারা অংশ গ্রহন করেন। সম্মেলনে এডভোকেট সামসুল ইসলাম ভুইয়াকে সভাপতি, কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক ও ইঞ্জিনিয়ার মাসুমকে সহ-সভাপতি করে তিন জনের একটি আংশিক কমিটির ঘোষনা দেন মির্জা আযম এমপি। আংশিক কমিটি ঘোষনার ৭ মাস পর উপজেলা আওয়ামীলীগ ৭১ সদস্য বিশিষ্ট একটি প্রস্তাবিত কমিটির নাম ঘোষনা করেন। প্রস্তাবিত কমিটি ঘোষনা করা পর সেখানে উপজেলা অনেক বড় বড় নেতাদের বাদ দিয়েছেন বলে অভিযোগ উঠে। এরপর উপজেলা আওয়ামীলীগ প্রস্তাবিত কমিটির নাম প্রস্তাব করে জেলা আওয়ামীলীগের কাছে অনুমোদনের জন্য প্রেরণ করে। জেলা কমিটি প্রস্তাবিত কমিটি যাচাই বাছাই করে প্রস্তাবিত কমিটির ১৮ জনের নাম বাদ দিয়ে নতুন করে ১৮জনকে কমিটিতে রেখে নতুন কমিটির অনুমোদন দেন। জেলা কমিটি ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনের পরই তা প্রত্যাখান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা এ কমিটিকে পকেট কমিটি ঘোষনা করে নতুন করে আরেকটি কমিটি চান। এতে বাধ সাধে জেলা আওয়ামীলীগে। তারা বলেন আমরা যে কমিটি দিয়েছি সেটিই পুর্নাঙ্গ কমিটি নতুন করে আর কমিটি দেয়ার প্রয়োজন মনে করছিনা। এতে নতুন করে দ্ধন্ধ দেখা দেয় জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগে। তবে উপজেলা আওয়ামীলীগ গত কয়েকদিন আগেও জেলা কমিটির কমিটি বাদ দিয়ে নিজেদের দেয়া প্রস্তাবিত কমিটির সদস্যদের নিয়ে একটি বর্ধিত সভা করে। এরপরাই প্রশ্ন উঠে আসলে কোনটি বৈধ কমিটি। জেলার দেয়া কমিটি নাকি উপজেলা আওয়ামীলীগের দেয়া প্রস্তাবিত কমিটি। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কমিটির সদস্য মাহফুজুর রহমান কালাম জানান, আওয়ামীলীগের সাংগঠনিক নিয়মনুযায়ী গ্রাম কমিটিকে অনুমোদন দিবে ওয়ার্ড কমিটি, ওয়ার্ড কমিটিকে অনুমোদন দিবে ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কমিটিকে অনুমোদন দিবে উপজেলা কমিটি উপজেলা কমিটিকে অনুমোদন দিবে জেলা কমিটি আবার জেলা কমিটিকে অনুমোদন দিবে কেন্দ্রীয় কমিটি। সেই সাংগঠনিক নিয়মনুযায়ী সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের অনুমোদন দিয়েছে জেলা কমিটি। আমি মনে করি আওয়ামীলীগের সাংগঠনিক নিয়মানুযায়ী জেলা যে কমিটি ঘোষনা করেছে সেটি সাংগঠনিক কমিটি এতে কারো দ্বিমত থাকার কথা নয় আর যারা জেলা কমিটির অনুমোদিত কমিটি নিয়ে প্রশ্ন তুলেন তারা আওয়ামীলীগের গঠনতন্ত্র ফলো করলেই সব পরিস্কার হয়ে যাবে। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া গণমাধ্যমে জানিয়েছেন, আমরা নিয়মানুযায়ী একটি ৭১ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত কমিটি জেলার আওয়ামীলীগের কাছে জমা দিয়েছি। তারা আমাদের সাথে আলাপ আলোচনা না করেই আমাদের প্রস্তাবিত কমিটির অনেকের নাম বাদ দিয়ে তাদের মনগড়া একটি পকেট কমিটি ঘোষনা করেছেন। আমরা তাদের ঘোষিত কমিটি মানি না। সেজন্য আমরা কেন্দ্রে লিখিত আকারে অভিযোগ দিয়েছি কমিটি পুনরায় ঘোষনা করার জন্য। এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ বাদল জানিয়েছেন, উপজেলার দেয়া প্রস্তাবিত কমিটির সদস্যদের চুলচেরা বিশ্লেষন করে দেখেছি সেখানে অনেক যোগ্য লোককে বাদ দিয়ে তাদের নিজেদের সমর্থিত অযোগ্য লোককে প্রস্তাবিত কমিটিতে নাম দিয়েছেন। আমরা সেসব অযোগ্য লোকদের বাদ দিয়ে দলের ত্যাগী নেতাদের নাম সংযোজন করে কমিটি অনুমোদন দিয়েছি। এই কমিটি নিয়ে কারো কোন দ্বিমত থাকার কথা নয়। আমরা যে কমিটি দিয়েছি সেটিই সঠিক কমিটি। নতুন করে কমিটি দেয়ার কোন প্রশ্নই উঠেনা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা