আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:১৮

ছাত্রদলের নেতারা পিঠ বাচাঁনো রাজনীতিতে!

ডান্ডিবার্তা | ১৫ আগস্ট, ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট   বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের শীর্ষ দুই নেতা সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদারকে ঘিরে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হেসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুর নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম করে বহু নেতাকর্মী হামলা-মামলার শিকার হলেও ছাত্রদলের এই শীর্ষ দুই নেতা নিজেদের পিঠ বাঁচিয়ে চলছেন বলে অভিযোগে উঠেছে। মহানগর ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, গত ২৯ জুলাই বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচীতে ছিলেন না সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক। ওই দিনের কর্মসূচী রুখতে পুলিশ বহু নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। গায়েবী মামলায় বহু বিএনপি নেতাকর্মীকে আসামী করা হয়েছে এবং সাখাওয়াত হোসেন খান,আনোয়ার প্রধান ও সাগর প্রধান সহ আরো অনেক নেতকর্মী গ্রেফতার হয়েছিলেন। যেখানে বর্তমান সরকার পতনের আন্দোলন সংগ্রামে সবাই রাজপথে নিজেদের অবদান রেখে চলছে, সেখানে এই দুই নেতা অজ্ঞাত কারণে আন্দোলন সংগ্রাম থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। আন্দোলন সংগ্রামে দেখা না গেলেও কর্মসূচির নামে টাকা কালেকশনে তাদের সরব উপস্থিতি থাকে বলে মন্তব্য করেছেন মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা বলেন, দূর্বৃত্তায়নের রাজনীতির মাধ্যমে এই সরকার তাদের ক্ষমতার মসনদ আকড়ে ধরে আছে। দীর্ঘ ১৪ বছরের অধিক সময় ধরেই তা হয়ে আসছে। শাসকদের কাছ থেকে ক্ষমতার ওই মসনদ আন্দোলন সংগ্রামের মাধ্যমেই ছিনিয়ে নিতে হবে। আর এমনটি করতে হলে আমাদের রাজপথে থাকতে হবে। প্রয়োজনে রক্ত ঝরাবো নয়তো শাওনের মত সরকারের পোষা বাহিনীর গুলিতে মৃত্যুবরণ করবো। কিন্তু যারা মহান ছাত্র সংগঠনের শীর্ষ পদে থেকে নিজেদের গা বাঁচিয়ে চলছে তাঁদের উচিত সেই ধারা থেকে বেরিয়ে আসা। অন্যথায় তাদের পদ থেকে অপসারণ করতে হবে। আন্দোলন সংগ্রামে অংশ না নিয়ে আনন্দ মিছিল করছে বিষয়টি নিয়ে মহানগর ছাত্রদেলর সভাপতি রাকিবুর রহমান সাগরের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা