
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এক্সরে বিভাগের চিকিৎক সংকটে চিকিৎসা নিতে আসা রোগিরা বিড়ম্বনায় পড়েছে। ডাক্তার রোগির ব্যাবস্থাপত্রে রোগিদের এক্সরে দিলে তা সরকারি হাসপাতালে করাতে পারছেন না, বাধ্য হয়ে অতিরিক্ত টাকায় বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে হচ্ছে। গত তিন মাস যাবত এ হাসপাতালে এক্সরে বিভাগে রেডিওলোজী কনসালটেন্ট নেই। এ পদতি শূন্য থাকায় রোগিরা দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে রোগিরা জানতে চাইলে এক্সরে বিভাগে দায়িত্বে থাকা হাসপাতালে স্টাফ জানিয়েছেন, রোগিদের এক্সরে করালে হাসপাতাল থেকে শুধু ফিল্মটা দিতে পারছি। চিকিৎসক সংকটের কারনে এক্সরে রিপোর্ট দিতে পারছি না। তাই রোগিরা অধিকাংশই বাইরে থেকে এক্সরে করাচ্ছেন। এ বিষয়ে চিকিৎসা নিতে আসা রোগিদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন, মধ্যবিত্ত নি¤œবিত্ত ও স্বল্প আয়ের মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। এ ক্ষেত্রে তারা বাইরে থেকে এক্সরে করালে তিনগুন টাকা বেশি লাগছে। এতে করে রেগিদের চিকিৎসা বহনের খরচ বেড়ে যাচ্ছে। এ কারনে রোগিরা চিকিৎসা সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়েছে। হাসপাতাল সূত্রে জানাগেছে, ২শ’ শয্যা হাসপাতালে ভর্তি হাওয়া রোগির বাইরেও প্রতিদিন বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫শ’ থেকে শহস্রাধিক রোগি চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে যে সকল রোগিদের এক্সরে করাতে হচ্ছে তারা দুর্ভোগে পড়ছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানিয়েছে, গত তিন মাস যাবত এক্সরে বিভাগে রেডিওলোজী কনসালটেন্ট পদ শূন্য। এ কারবে চিকিৎসা সেবায় একটু ব্যাঘাত সৃস্টি হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে জানানো হয়েছে। রেডিওলোজী কনসালটেন্ট নিয়োগ দেওয়া হলে আশা করি এ সমস্যা কাটিয়ে উঠতে পারবো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯