
ডান্ডিবার্তা রিপোর্ট সদর-বন্দর আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ জাতীয় পার্টির সকল কর্মীই হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আওয়ামী লীগের সকল বন্ধুদের বলতে চাই এটা নিয়ে কোন ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আমি যতদিন বেঁচে আছি নারায়ণগঞ্জ জাতীয় পার্টি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই রাজনীতি করে যাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার কোরআন তেলাওয়াত, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে সেলিম ওসমান এসব কথা বলেন। বিকেলে বন্দরের নবীগঞ্জে জেলা ও মহানগর জাতীয় পার্টি ওই অনুষ্ঠানের আয়োজন করেন। সেলিম ওসমান বলেন, শূন্য থেকেই আমি আজ এই জায়গায় পৌঁছেছি। আপনাদের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করেছি। আপনাদের ভালোবাসায়ই আমি আজ বেঁচে ফিরে এসেছি। আমি আর্থিকভাবে যদিও আপনাদের জন্য কিছু করতে না পারি তবে আমার দীর্ঘ ৪৫ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের সহায়তা করে যাবো। এর আগে সকালে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান এমপি বিদেশে চিকিৎসা শেষে হযরত শাহ জালাল বিমান বন্দরে অবতরণ করে দুপুরে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে প্রয়াতদের কবর যিয়ারত শেষে বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে দোয়ায় অংশগ্রহণের পর দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান সবসময় ভবিষ্যত প্রজন্মের জন্য নিজেকে উৎসর্গ করে আসছেন। এমপি নির্বাচিত হওয়ার আগে থেকেই বিভিন্নভাবে শিক্ষার্থী তথা ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করে আসছেন। আর এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই নিজেকে আর বিশ্রাম দিচ্ছেন না। যেখানেই দেখেন ভবিষ্যত প্রজন্মের কল্যাণ হবে সেখানেই তিনি সহযোগীতা করে থাকেন। তারই ধারাবাহিকতায় দেশের বাইরে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সাথে সাথেই তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য নির্মিত বহুতল ভবন নির্মাণ কাজ পরিদর্শন করতে যান। বিকেলে বন্দরের নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রসার হিফজ বিভাগে ভবন নির্মাণ কাজে পরিদর্শনে যান। এর আগে হাসপাতালের বেডে শুয়ে থেকেও নির্মাণ কাজের বিভিন্ন বিষয়ে তদারকি করেছেন। এদিন সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান মাদ্রাসায় যাওয়ার সাথে সাথেই ছোট ছোট এতিম শিশুরা তার কাছে ছুটে আসেন। তারা সকলে মিলে সেলিম ওসমানকে ঘিরে ধরেন। তাদের দেখে সেলিম ওসমানও যেন একজন শিশুর মতো করে তাদের বন্ধু হয়ে যান। সেই সাথে বিভিন্ন খোশগল্পে মেতে উঠেন। সেলিম ওসমান তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত-ই-কুদা ও বন্দর থানা ওসি আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে গত ৫ মে বন্দরের নবীগঞ্জ ঈদগাহ প্রাঙ্গনে নাসিম ওসমান গোল্ড অ্যাওয়ার্ড ক্বিরআত প্রতিযোগীতার চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সেলিম ওসমান বলেছিলেন, আমি ইতোমধ্যে দেড়শত গরু গত দুই বছর ধরে পালন করেছি। আপনাদের দোয়ায় বর্তমান বাজারে ৪ কোটি টাকা গরু বিক্রি করতে পারবো। এই ৪ কোটি টাকার মধ্যে আড়াই কোটি টাকা বরাদ্দ দিবো নবীগঞ্জ মাদ্রাসার ছাত্রদের জন্য। সেই ঘোষণা মোতাবেক গত ২৬ জুলাই নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় এতিমদের জন্য ৬তলা ফাউন্ডেশনে ৩তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম ওসমান বলেছিলেন, মানুষদের ভবিষ্যত গড়ে দেওয়ার লক্ষ্যেই আমার এই উদ্যোগ। এ বছর আমি সাড়ে ৪ কোটি টাকার গরু বিক্রি করেছি। ভবন নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার ২ কোটি ৫০ লাখ টাকার বাজেট দিয়েছেন। বাকি ২ কোটি টাকাও আমি এখানেই ব্যয় করবো। এর মধ্যে আমি ১ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে দিবো। যাতে করে এই ডিপোজিটের আয় দিয়ে এতিমখানাটি পরিচালনা করা যেতে পারে। আমি সকলের সহযোগীতা চাই। আগামী ৪ বছরে ৬০জন এতিমকে সমাজের উচু স্তরে দেখতে চাই। এরপর কাজ চলমান অবস্থায়ই সদর-বন্দর আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে তার তিনটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সেসময়ও তিনি চিকিৎসাধীন থেকেই এই নির্মাণ কাজের তদারকি করেছেন। এবার তিনি ফেরার সাথে সাথেই সেই মাদ্র্রাসায় ছুটে গিয়ে নির্মাণ কাছের পরিদর্শন করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯