আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৮

কচ্ছপ গতিতে বিএনপির সহযোগিরা!

ডান্ডিবার্তা | ১৭ আগস্ট, ২০২৩ | ১১:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সরকার পতনের আন্দোলনে রাজপথে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে এ দফা দাবি আদায়ের লক্ষে রাজপথে রয়েছেন দলটি কিন্তু এমতা অবস্থায় দলটির কিছু সহযোগী সংগঠনে ধীরগতি লক্ষ্যে করা যাচ্ছে রাজপথে। যে সংগঠনগুলো বিগত দিনে রাজপথে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এমনকি এদের মাধ্যেমেই রাজপথ সর্বক্ষেত্রেই সরগরম ছিল বলে দাবি দলটির তৃণমূলের। কিন্তু বর্তমানে বিএনপির দফায় দফায় আন্দোলনের সময়ে এই অঙ্গসংগঠনগুলো ছন্নছাড়া হয়ে পরেছেন। জানা গেছে, কয়েক বছর আগের কমিটির উপর নির্ভর করেই চলছে অঙ্গসংগঠনগুলো যার কারণে যোগ্য নেতৃত্বরা আসতে চাইলে ও আসতে পারছে না। এছাড়াও কিছু কিছু কমিটিতে রয়েছে অর্থ স্বার্থের অভিযোগ ও কমিটির সকলের মধ্যে সমন্বয়হীনতা যা সংঠনে সৃষ্টি করছে নানা বিশৃঙ্খলা। এমনকি বর্তমানে নয়া কমিটি গঠনের ট্রেন্ডিং চলাকালে ও হচ্ছে না এই কমিটিগুলোর কোন কুল কিনারা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সংগঠনে আসতে চাওয়া বিভিন্ন যোগ্য নেতৃবৃন্দ। ইতিমধ্যে জানা গেছে, মহানগর যুবদল, মহানগর স্বেচ্ছাসেবক দল, মহানগর শ্রমিক দল ও মহানগর কৃষকদল। এই সকল কমিটি এক সময়ে বিএনপির সবচাইতে তুখোড় সহযোগী হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে দফায় দফায় আন্দোলনের সময়ে এই সংগঠনগুলো ছন্নছাড়া। বর্তমানে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে এই সংগঠনগুলোকে সুসংগঠিত করে আবারো রাজপথের ভূমিকায় এদের দেখতে চায় তৃণমূল। ২০২২ বছরের ১৬ নভেম্বর কেন্দ্রীয় যুবদলের প্যাডে দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বার্তায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আর এই কমিটিতে মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তকে আহ্বায়ক এবং মহানগর বিএনপি থেকে পদত্যাগকারী সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজলকে সদস্য সচিব করা হয়। সেই সাথে কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টি ও মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ। কমিটি ঘোষণার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি তাঁরা। সেই সাথে ওয়ার্ড কমিটিও তাঁরা ঘোষণা করতে পারেননি। পাশাপাশি দলীয় আন্দোলন সংগ্রামে জোরালো কোনো ভূমিকা রাখতে পারেননি। বিপরীতে তাঁরা বিভিন্ন কর্মকান্ডে বিতর্কিত হয়ে আসছেন। এমনকি গত ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচিতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন এই আহ্বায়ক ও সদস্য সচিব। বিশেষ করে আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু ও সদস্য সচিদ মনিরুল ইসলাম সজলকে নিয়ে যুবদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কোনোভাবেই সন্তুষ্ট নয়। এই মধ্যে কয়েক দফায় মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্ত ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদলে অভিযোগ করা হয়েছে। আর এসকল অভিযোগে উল্লেখ করা করা হয়েছে, বর্তমান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব তাদের মনগড়া মতো গঠনতন্ত্র বহির্ভূতভাবে সংগঠন পরিচালনা করার অভিযোগ করা হয়েছে। আহ্বায়ক সদস্য সচিবের সাথে যুগ্ম আহ্বায়কদের সাথে সম্মিলিতভাবে কোনো আলোচনা না করে তাঁরা দুইজন ব্যক্তিগত স্বার্থ নিয়ে সংগঠন পরিচালনা করছে। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে মহানগর যুবদলের নয়া কমিটি আসার কথা থাকলে ও কেন্দ্রের নানা গড়িমসিতে ঝুলে আছে। ২০১৮ সালে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। কমিটি গঠনের কয়েক মাসের মধ্যে রাজপথের সক্রিয়তা ছেড়ে দেয় সংগঠনটির শীর্ষ নেতারা। যার মধ্যে সভাপতি আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার মহানগর স্বেচ্ছাসেবক দল পুরোপুরি নেতৃত্বশূণ্য হওয়ার পথে চলে যায়। সংগঠনটির শীর্ষ দুই নেতা সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তারা সংগঠনটির রাজনীতিতে নেই। এরই মাঝে আবার সাধারণ সম্পাদক পদে নেতৃত্ব অদল-বদল হয়েছে একবার। জানাগেছে, ২০১৯ সালের ৭ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন তৎকালীন কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এর আগে ২০১৮ সালের ৬ জুন আবুল কাউসার আশাকে সভাপতি ও সাখাওয়াত ইসলাম রানাকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি দেয়া হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে অহিদুল ইসলাম ছক্কু ও যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে রাখা হয়। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর সাখাওয়াত ইসলাম রানাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান জিয়াকে দায়িত্ব দেয় কেন্দ্রীয় কমিটি। এছাড়াও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা ও বর্তমানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে পদায়ন হয়েছেন। সেই থেকে সংগঠনটি আরো প্রাণ হারিয়ে ফেলে। ফারুক চৌধুরী নিষ্ক্রিয়, অহিদুল ইসলাম ছক্কুও তার কাউন্সিলরশীপ নিয়ে ব্যস্ত। ফলে মহানগর স্বেচ্ছাসেবক দল নেই বললেই চলে।যে কারনে নেতৃত্ব প্রত্যাশী নেতারা বলছেন- যত দ্রুত মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি হবে ততটাই দলের জন্য ভালো। এদিকে প্রত্যাশী নেতাকর্মীরা যে যার মতো করে কেন্দ্রের দিকে তাকিয়ে থেকে আন্দোলনে রয়েছে। ২০২২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক করা হয়েছে এস এম আসলাম এবং মো. ফারুক হোসেনকে সদস্য সচিব করে মহানগর শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কিন্তু দীর্ঘ দেড় বছরেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি। এছাড়াও বর্তমানে আন্দোলন সংগ্রামের সময়ে শক্তিশালী হয়ে উঠতে পারেনি এই সংগঠনটি। যা নিয়ে বর্তমানে নেতাকর্মীদের মাঝে রয়েছে নানান আলোচনা সমালোচনা। বর্তমানে এক দফা দাবির দিকে লক্ষ করে এই সংগঠনটি সুসংগঠিত করতে চায় তৃণমূল। চলতি বছরের (২৯ মে) এনামুল খন্দকার স্বপনকে সভাপতি ও মো. রশিদুর রহমান রশুকে সাধারণ সম্পাদক করে মহানগর কৃষকদলের ৫ সদস্যে বিশিষ্টি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মাহাবুব হাসান জুলহাস, সহসভাপতি পদে নাজমুল কবির নাহিদকে এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আল-আমিন খানকে কিন্তু নানা বিকর্তের বেড়াজালে আটকা পরে কয়েক ঘন্টার মধ্যে কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই কমিটি স্থগিত করেন। দফতর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি স্থগিত করা হয়। যা এখনো আবার নতুন করে গঠন করা হয়নি। বর্তমানে মহানগর কৃষকদলের কমিটি নেই। যা নিয়ে বলা চলে মহানগর বিএনপির একটি অঙ্গসংগঠন নেই। এই সকল সংগঠনগুলো অতি তারাতারি সুসংগঠিত করে রাজপথে আরো জোরালো ভূমিকা পালনের আকুল আবেদন তৃণমূলের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা