আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:০৫

সিএসডি’র ঠিকাদার ও শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে শোক দিবস উপলক্ষে কাঙ্গালি ভোজ ও দোয়া অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ১৭ আগস্ট, ২০২৩ | ১১:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট খুনীদের রক্তের স্রোতে যদি প্লাবিত হয়ে যায় এদেশ তবুও পিতা তোমার রক্তের ঋন শোধ হবে না শেষ। জাতির কলঙ্কিত দিনটি তোমার নিরন্তর শ্রদ্ধায় পালিত হবে যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরি বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান পিতা তোমার ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে নাঃগঞ্জ সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও সাবেক নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান ও নারায়ণগঞ্জ খাদ্য অধিদপ্তর গোডাউন (বন্দর) সিএসডি’র ঠিকাদার-শ্রমিক ইউনিয়ন উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতার বঙ্গবন্ধুও তার পরিবারের সকল শহীদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করে। বাদ যোহর বন্দর সিএসডি গেট সংলগ্নে কাঙ্গালি ভোজ ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বন্দর থানা-উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ.রশিদ। সিএসডি ম্যানেজার মোঃ মুশফিকুর রহমান, নারায়ণগঞ্জ সিএসডি ঠিকাদার একরামপুর ইস্পাহনী বড় জামে মসজিদের সাঃ সম্পাদক ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জসিমউদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মন্টু, বন্দর পৌর যুবলীগ’ এর সহ সভাপতি আতিকুল রহমান মাসুম, ঠিকাদার ও বন্দর পৌর যুবলীগ’ এর দপ্তর সম্পাদক নবী আউয়াল দেওয়ান, সিএসডি গোডাউন সর্দার মোঃ বিল্লাল, শ্রমিক লীগ নেতা জাকির প্রধান, আলাউদ্দিন সর্দার, মোঃ জসিম, মোঃ কবির, নূরু সর্দার প্রমুখ। এর আগে শেখ হাসিনা সরকারের যথেষ্ট উন্নয়নের কথা তুলে ধরেন আতিকুর রহমান মাসুম, দোয়া কামনা করেন ঠিকাদার জসিমউদ্দিন প্রধান তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সদর-বন্দর সাংসদ একেএম সেলিম ওসমান ও তাদের ওসমান পরিবারের রোগ মুক্তি সহ জাতির জনক বঙ্গবন্ধু পরিবারের শাহাদাৎ বরনকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কমনা করে দোয়া চান। মুনাজাত পাঠ করেন একরামপুর ইস্পাহানি বড় জামে মসজিদ ঈমামও খতিব হাফেজ মোহাম্মদ শামসুল রহমান। পরে রান্না করা খিচুড়ি সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা