আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:০৪

প্রধানমন্ত্রীর উপহার পুরো দুনিয়া এখন হাতের মুঠোয়: লিপি ওসমান

ডান্ডিবার্তা | ১৭ আগস্ট, ২০২৩ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা পরিষদের চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেন, আজকে আমরা কতো আধুনিক পুরো দুনিয়া হাতের মুঠে নিয়ে ঘুরি। আজকে তোমরা প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ যে ট্যাবলেট উপহার পাচ্ছো তা দিয়ে দুনিয়ার সব কিছু জানতে পারবে, যেকোনো তর্থ্য সংগ্রহ করতে পারবে এবং এর মাধ্যমে নিজেকে তৈরি করতে পারবে। এটার দুটি সাইড একটি ভালো আরেকটি খারাপ। তোমরা যদি খারাপের দিকে যাও তাহলে নিজেকে কখনো তৈরি করতে পারবে না ধ্বংস হয়ে যাবে ধীরে ধীরে তোমার পতন ঘটবে। আর তুমি যদি ভালো কাজে ব্যবহার করো তাহলে প্রতিদিন তুমি নিজেকে আপডেট করতে পারবে। গতকাল বুধবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে মাধ্যমিক ও সমমান বিদ্যালয়ের (৯ম ও ১০ম শ্রেণী) মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ-সব কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো রেজাল্ট করলেই কিন্তু মানুষ হিসেবে সফল হতে পারবে না। ফার্স্ট, সেকেন্ড ও থার্ড হলেই কিন্তু ভালো মানুষ হওয়া যায় না। ফার্স্ট সেকেন্ড থার্ড হলে পড়াশোনায় ভালো হতে পারো কিন্তু ভালো মানুষ হতে হলে প্রয়োজন মায়া-মমতা ও সততা। এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাত ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোসাঃ রিনা খাতুনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া সহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা