আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৬

নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ১৮ আগস্ট, ২০২৩ | ১২:১০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নতুন কোর্ট সংলগ্ন হিমালয় চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের ৪১ তম বার্ষিক সাধারণ সভা। সভায় সাবেক সভাপতি এডভোকেট রতন কান্তি ধরের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ননী গোপাল দাস। অনুষ্ঠানে বিদায়ী জেনারেল সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ পড়ে শুনান। পাশাপাশি সেক্রেটারি হিসেবে ২০২২-২০২৩ কার্যকালের বার্ষিক রিপোর্ট পেশ করেনএকই সাথে উক্ত বছরের আয়-ব্যয়ের হিসাবও দেন। উক্ত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন-এড. এ বি সিদ্দিক, ড. মুহম্মদ ওসমান গনি, অ্যাড. মোহাম্মদ রুহুল আমীন, অ্যাড. মোঃ শওকত আলী, অজয় কিশোর মোদক, এড. মোঃ আব্দুল জলিল দেওয়ান, এড. মোঃ মাসুদ-উর-রউফ প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী কার্যকরী পরিষদের সদস্যদের কে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি অ্যাড. মোঃ জাকির হোসেন নতুন কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। ২০২৩-২০২৪ নতুন কমিটির সদস্যরা হচ্ছেন-সভাপতি অ্যাড. মোঃ আব্দুর রব বাবুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড. আবু সুফিয়ান, ভাইস প্রেসিডেন্ট মোঃ আলী জিন্নাহ খান, জেনারেল সেক্রেটারি অ্যাড. এম এস এ মনির, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অ্যাড. মোঃ মোশারফ হোসেন মিটু, ট্রেজারার অমর চন্দ্র সাহা, লাইব্রেরী সেক্রেটারি মোঃ আব্দুর রহমান, সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল সেক্রেটারি মোঃ আনিসুর রহমান লিংকন, লিগ্যাল এইড সেক্রেটারি এড. শম্ভুনাথ সাহা সৈকত। এছাড়া কার্যকরী কমিটির সদস্যরা হচ্ছেন, এ্যাডভোকেট রতন কান্তি ধর, ননী গোপাল দাস, অ্যাড. আখতারুজ্জামান, মোঃ নাজমুল হক শামীম, প্রণব কুমার রায়, আব্দুল কবীর, মোঃ রাকিব হোসেন ও মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা