আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১১

আড়াইহাজারে আ’লীগ-বিএনপি সমানে সমান

ডান্ডিবার্তা | ১৮ আগস্ট, ২০২৩ | ১২:১৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজারের রাজনীতিতে এই সময়ে এসে আওয়ামী লীগে কোনো বিভক্তি নেই। গোটা নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের একক নিয়ন্ত্রন এখন ওই এলাকার এমপি নজরুল ইসলাম বাবুর হাতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চার মাস বাকি। কিন্তু ওই এলাকায় আওয়ামী লীগের ভেতর বিকল্প কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। যদিও বিগত নির্বাচনে ইকবাল পারভেজ নামক একজন প্রার্থী বেশ তৎপরতা দেখিয়েছিলেন। কিন্তু গত নির্বাচনে মনোনয়ন না পেয়ে ইকবাল বুঝে গেছেন সেখান তার কোনো অবস্থানই নেই। প্রধানমন্ত্রী শেথ হাসিনা এবারও নজরুল ইসলাম বাবুকেই দেবেন মনোনয়ন। তাই বিগত নির্বাচনে হেরে যাওয়ার পর সেই ইকবাল পারভেজের কোনো খোঁজ খবর নেই। তিনি কোথায় আছেন কি করেন কেউ তা জানে না। ফলে পরিস্কার করে যে কথাটি বলা যায় সেটি হলো এখন নজরুল ইসলাম বাবু এমপির কোনো বিকল্প আড়াইহাজারে নেই। আর আসন্ন নির্বাচনকে ঘিরে নজরুল ইসলাম বাবু সাংগঠনিক ভাবেও সম্পূর্ণ প্রস্তুত বলে জানা গেছে। কিন্তু বিপরিতে বিএনপির ভেতরে বিরাজ করছে চরম বিশৃঙ্খলা। এই আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইবেন অন্তত তিনজন প্রার্থী। এরা হলেন সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, এবং বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন। ফলে এই আসনে বিএনপি এখন মূলত তিন ভাগে বিভক্ত। তবে মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে এখনো এই আসনে সবার চেয়ে বেশি জনপ্রিয় হলেন আতাউর রহমান আঙ্গুর। কেনোনা আঙ্গুর আড়াইহাজার আসনে পর পর তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন। তাই এই আসনের প্রত্যেক জনপদে ঘরে ঘরে আঙ্গুরের জনপ্রিয়তা রয়েছে। এছাড়া তিনি এমপি থাকাকালে এলাকার ব্যাপক উন্নয়ন করে রেখে গেছেন। তাই আড়াইহাজাওে বিএনপির রাজনীতিতে এখনো তার কোনো বিকল্প নেই বলেই জানিয়েছে ওই এলাকার সাধারন মানুষ। তাই আগামী নির্বাচন যদি অবাধ ও সুষ্টু হয় এবং সাবেক এমপি আঙ্গুর পান বিএনপির মনোনয়ন তাহলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলেই মনে করেন আড়াইহাজার এলাকার মানুষ। তবে এলাকাবাসীর অনেকে মনে করেন এটা ঠিক যে বর্তমান এমপি নজরুল ইসলাম বাবুও ওই এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু তার পরেও ওই এলাকার অধিকাংশ মানুষ দলগত ভাবে বিএনপি সমর্থক। তারা বর্তমান সরকারকে একটি দখলদার সরকার হিসাবেই মনে করেন। কারণ বাবু এসপি যতো উন্নয়নই করেন না কেনো বিগদ দুটি নির্বাচনে এলাকার জনগন ভোট দিতে পারেন নাই। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এমপি হয়েছেন বাবু। এছড়া ওই এলাকার বাকী সব চেয়ারম্যান মেম্বারও জনগনের ভোটের নির্বাচিত নন। তাই এলাকাবাসীর অধিকাংশ বর্তমান সরকারের উপর ক্ষুব্দ বলেই তাদেও সাথে কথা বলে জানা গেছে। তাই আগামী নির্বাচনে যদি তারা ভোট দেওয়ার সুযোগ পান তাহলে বিএনপির প্রার্থীকেই ভোট দেবেন। তবে নজরুল ইসলাম আজাদকে যদি মনোনয়ন দেয় বিএনপি তাহলে তিনি নজরুল ইসলাম বাবুর সাথে টিকতে পারবেন না। কারন আড়াইহাজারের রাজনীতিতে তার কোনো অবস্থানই নেই। বিশেষ করে গণমানুষের নেতা হতে হলে যে সকল গুনাবলি থাকতে হয় তা নেই এই আজাদের মাঝে। আড়াইহাজারের গ্রামগুলিতে সাধারন মানুষ আজাদকে চিনেইনা। তাই বিএনপি যদি আজাদকে মনোনয়ন দেয় তাহলে নজরুল ইসলাম বাবু জিতে যেতে পারেন বলে অনেকে মনে করেন। এছাড়া প্রয়াত বিএনপি নেতা বদরুজ্জামান খসরুর পুত্র মাহমুদুর রহমান সুমন এলাকায় পরিচিত হলেও তারই চাচা আতাউর রহমান আঙ্গুরকেই বিএনপির সমর্থকরা সমর্থন করছেন বলে সরেজমিন পরিদর্শন করে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা