আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:০৪

বন্দরে খাঁন বাহিনীর হামলায় ২জন আহত

ডান্ডিবার্তা | ১৯ আগস্ট, ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে একই রাতে ২ ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা খাঁন মাসুদ ও তার সহযোগী ডালিম হায়দার গংদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে বন্দর খেয়াঘাটস্থ অটোষ্ট্যান্ডের সামনে এ ঘটনাটি ঘটে। এই ঘটনা আমিন আবাসিক এলাকা যুবলীগ নেতা ও ব্যবসায়ী মাসুম আহম্মেদ ও লুৎফর রহমান গুরুত্বর আহত হয়েছেন। আহত উভয় ব্যবসায়ী বন্দর থানায় পৃথক ২টি অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন বন্দর খাঁনবাড়ি এলাকার খাঁন মাসুদ (৪১), তার ডান হাত খ্যাত ছালেহ নগর এলাকার ডালিম হায়দার ওরফে ঠাকুর, হাজীপুর এলাকার পাভেল (৩২), র‌্যালী আবাসিক এলাকার গোলাম সারোয়ার সবুজ (৪২), সুজন ওরফে ঘাউরা সুজন (৪৫) ও চরধলেশ্বরী এলাকার পারভেজ ওরফে কসাই পারভেজ(৩২)। ভুক্তভোগীরা জানায়, তারা উভয়ই বেশ কিছুদিন যাবৎ একই সাথে রাজনীতি ও ব্যবসা করে আসছে। এদেশে খাঁন মাসুদ ও তার সাঙ্গপাঙ্গরা প্রায়সময়ই তাদের সক্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা প্রপাগা-া ও কুৎসা রটাতো। আমরা সবসময় তাদের এবিষয়ে এড়িয়ে চলেছি। কিন্তু ডালিম হায়দারের প্ররোচনায় সন্ত্রাসী খাঁন মাসুদ কোনভাবেই আমাদের ভালো কাজকে সহ্য করতে পারেনা। এরই জের ধরে আমরা নারায়ণগঞ্জ থেকে বন্দর ঘাট হয়ে বাড়িতে ফেরার পথে খাঁন মাসুদের নির্দেশে উল্লেখিত সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। জানা গেছে, এ হামলায় ডালিম হায়দারের হাতে থাকা রামদা এর আঘাতে মাসুমের মাথায় মারাত্মক জখম হয়। এবং বাকিদের লাঠিসোটার আঘাতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম হয়। এছাড়াও লুৎফরের দাবি খাঁন বাহিনী’র হাতে পিস্তল ছিলো ডালিম হায়দার ঘটনাস্থলে পিস্তল প্রদর্শন করে। পিস্তলের উলটো দিক দিয়ে তিনি তার মুখে সজোরে আঘাত করে লুৎফরের ঠোঁট থেঁতলে দেয়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা হত্যা করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দিবে বলে হুমকি দিয়ে সটকে পড়েন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা